নান্দাইল প্রতিনিধি
নান্দাইলে মাত্র দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
এদিকে নান্দাইল চৌরাস্তা বাজারে পেঁয়াজের আমদানি থাকলেও পরিমাণ কম। সপ্তাহের ব্যবধানে পাইকারি দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা।
উপজেলার কানুরামপুর বেলালাবাদ, নান্দাইল বাজার ও চৌরাস্তা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই পেঁয়াজ ও কাঁচা মরিচের সরবরাহ রয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি। দুদিন আগে যে কাঁচা মরিচ পাইকারি ২৫ টাকা কেজি বিক্রি হয়েছে, বর্তমানে তা বেড়ে ৪৫ টাকা কেজি হয়েছে। এ ছাড়া আগে খুচরায় ৩০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেজিতে বেড়েছে অন্তত ৩০ টাকা।
এদিকে দেশি পেঁয়াজ দুদিন আগেও পাইকারি ৩০ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে তা এখন বেড়ে ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা পর্যায় আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা।
বাজার করতে আসা এইচ এম মিজান বলেন, ‘চাল, ডাল, তেল থেকে শুরু করে বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেশি। দাম এত বেশি হলে আমরা নিম্ন আয়ের মানুষ কীভাবে চলব, আর কীভাবে জিনিসপত্র কিনব। এত বাড়তি দামে এসব পণ্য কেনা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’
নান্দাইলের নতুন বাজারের কাঁচামাল বিক্রেতা মো. সওদাগর বলেন, ‘কাঁচামালের ব্যবসা মূলত নির্ভর করে আমদানির ওপর। আমদানি বেশি হলে দাম কমবে, আর কম হলে বাড়বে, এটাই স্বাভাবিক। এখানে কোনো সিন্ডিকেট বা কোনো কিছু নেই। এখন আবহাওয়া কখনো গরম আবার কখনো ঠান্ডা। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচগাছের ফুল নষ্ট হয়ে গেছে।’
এ বিষয়ে নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক বলেন, ‘আমরা বাজার মনিটরিংয়ের ব্যাপারে এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’
নান্দাইলে মাত্র দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
এদিকে নান্দাইল চৌরাস্তা বাজারে পেঁয়াজের আমদানি থাকলেও পরিমাণ কম। সপ্তাহের ব্যবধানে পাইকারি দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা।
উপজেলার কানুরামপুর বেলালাবাদ, নান্দাইল বাজার ও চৌরাস্তা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই পেঁয়াজ ও কাঁচা মরিচের সরবরাহ রয়েছে। তবে দাম আগের তুলনায় বেশি। দুদিন আগে যে কাঁচা মরিচ পাইকারি ২৫ টাকা কেজি বিক্রি হয়েছে, বর্তমানে তা বেড়ে ৪৫ টাকা কেজি হয়েছে। এ ছাড়া আগে খুচরায় ৩০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেজিতে বেড়েছে অন্তত ৩০ টাকা।
এদিকে দেশি পেঁয়াজ দুদিন আগেও পাইকারি ৩০ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে তা এখন বেড়ে ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা পর্যায় আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা।
বাজার করতে আসা এইচ এম মিজান বলেন, ‘চাল, ডাল, তেল থেকে শুরু করে বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেশি। দাম এত বেশি হলে আমরা নিম্ন আয়ের মানুষ কীভাবে চলব, আর কীভাবে জিনিসপত্র কিনব। এত বাড়তি দামে এসব পণ্য কেনা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’
নান্দাইলের নতুন বাজারের কাঁচামাল বিক্রেতা মো. সওদাগর বলেন, ‘কাঁচামালের ব্যবসা মূলত নির্ভর করে আমদানির ওপর। আমদানি বেশি হলে দাম কমবে, আর কম হলে বাড়বে, এটাই স্বাভাবিক। এখানে কোনো সিন্ডিকেট বা কোনো কিছু নেই। এখন আবহাওয়া কখনো গরম আবার কখনো ঠান্ডা। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচগাছের ফুল নষ্ট হয়ে গেছে।’
এ বিষয়ে নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক বলেন, ‘আমরা বাজার মনিটরিংয়ের ব্যাপারে এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪