Ajker Patrika

ফ্রেঞ্চ ক্ল্যাসিকোতে হার এড়ালেন মেসিরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১: ৫২
ফ্রেঞ্চ ক্ল্যাসিকোতে হার এড়ালেন মেসিরা

শক্তিতে দুই দলের পার্থক্যটা বিশাল। কিন্তু চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা বলে কথা! যেখানে পরিসংখ্যান ও শক্তির হিসাব পেরিয়ে বড় হয়ে ওঠে মর্যাদার লড়াই। মাঠে তাই যেন নিজেদের সেরাটা দিয়েই খেলল মার্শেই। ঘরের মাঠে দারুণ খেলে মার্শেই গোলশূন্য রুখে দিয়েছে শক্তিশালী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।

এই ম্যাচে অবশ্য পিএসজিও বেশ চাপে ছিল। ৫৭ মিনিটে লাল কার্ড দেখে আশরাফ হাকিমি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। সেই দল নিয়েও মার্শেইকে গোলের সুযোগ দেয়নি তারা।

জিততে না পেরেও অবশ্য হতাশ নন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। তিনি বলেছেন, ‘এই ম্যাচ থেকে নেওয়ার মতো ইতিবাচক অনেক কিছু আছে। দল খুব ভালো ও শক্তিশালী ছিল। বল পায়ে আর বল ছাড়ায়ও দল সুসংগঠিত ছিল। ৪০ মিনিটের মতো ১০ জনের দল নিয়ে খেলা কঠিন ছিল। কিন্তু এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল।’

এই ড্রয়ে স্বস্তি প্রকাশ করলেও উচ্ছ্বাসে ভাসতে চান না পিএসজি কোচ, ‘আমরা এই পয়েন্টগুলো উদ্‌যাপন করতে চাই না। কারণ এখানে তিক্ত অভিজ্ঞতাও আমাদের হয়েছে। কিন্তু আক্রমণের দিক থেকে কিছু নেওয়ার মতো আছে। আমাদের দুর্বলতা ছিল ফিনিশিংয়ে। এরপরও জয় আমাদের প্রাপ্য ছিল। তবে লাল কার্ডের পর আমাদের সতর্ক থাকতে হয়েছে। সে সময় নেইমারকে তৃতীয় মিডফিল্ডার হিসেবে খেলাতে হয়েছে। সে যেভাবে খেলেছে, তাতে আমি আনন্দিত।’

একই রাতে মিলানে জমে ওঠে ইন্টার ও জুভেন্টাসের ধ্রুপদি লড়াই। এডিন জেকোর গোলে ১৭ মিনিটেই পিছিয়ে যায় জুভেন্টাস। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়ে যায় ‘তুরিনের বুড়ি’রা। যার ফল তারা পায় ম্যাচের ৮৯ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এক পয়েন্ট নিয়েও জুভেন্টাসের অবস্থান এখন ছয়ে। ১৮ পয়েন্ট নিয়ে ইন্টার আছে তিনে।

শীর্ষে থাকা নাপোলিও একই রাতে গোলশূন্য ড্র করেছে এএস রোমার সঙ্গে। ১৬ পয়েন্ট নিয়ে মরিনহোর দল আছে চারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত