Ajker Patrika

বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১১: ৪৮
বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে বিলের পানি নিষ্কাশন দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার টগবী ইউনিয়নে এ মানববন্ধন করা হয়।

এ সময় কৃষকেরা জানান, বছর পর বছর এ জমিতে ধান, মুগডাল, সয়াবিন, মসুর ডাল, ফেলন, বাদামসহ নানা ধরনের ফসল চাষ করা হয়। আগে জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল বলে ফসল ঠিকঠাক ঘরে তোলা যেত। কিন্তু এ এলাকায় কয়েক বছরের মধ্যে বসতবাড়ি গড়ে উঠেছে। ফলে সরকারি খাল ভরাট করে রাস্তা তৈরি করেছেন তাঁরা। এতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। যার কারণে সামান্য বৃষ্টি হলেই ফসলি জমিতে পানি জমে যায়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বিলে পানি জমে সব ফল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।

এ সময় তাঁরা পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে শত শত কৃষকের স্বপ্ন চুরমার হবে বলে দাবি করেন তাঁরা। তাই ড্রেন, নালা বা পাইপের মাধ্যমে বিল থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতই ফসলি জমি রক্ষায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত