Ajker Patrika

‘গন্দে প্যাট মোর ফুলে উঠল’

নিয়াজ মোরশেদ, আক্কেলপুর (জয়পুরহাট) 
‘গন্দে প্যাট মোর ফুলে উঠল’

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের পাশেই ফেলা হচ্ছে তিলকপুর বাজারের বর্জ্য। দুর্গন্ধে বাধ্য হয়েই মুখে কাপড় চেপে ধরে ট্রেনে ওঠানামা করেন স্টেশনে আসা যাত্রীরা। হাট ইজারাদার বলছেন, হাটে বর্জ্য ফেলার জায়গা নেই, সেজন্য প্ল্যাটফর্মের পাশেই ফেলা হয়।

তিলকপুর রেলস্টেশনের কার্যালয় ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই স্টেশনে জনবল সংকটের কারণে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না। ট্রেন চলাচল করে শুধু ২ নম্বর রেললাইন দিয়ে।  বর্তমানে ওই স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শুধু উত্তরা ও রকেট লোকাল মেইল ট্রেন যাত্রাবিরতির জন্য দাঁড়ায়।

সরেজমিনে তিলকপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেছে, প্ল্যাটফর্মের পূর্ব পাশেই রয়েছে তিলকপুর পূর্ব বাজার। সেই বাজারের সব বর্জ্য ফেলা হচ্ছে ২ নম্বর প্ল্যাটফর্ম ঘেঁষে। অন্যদিকে ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের চিত্রও একই।  এতে দুর্গন্ধ ছড়ালেও বিষয়টি তিলকপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা কিছুই বলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন ট্রেনে চলাচল করা যাত্রী ও স্থানীয়রা।

উত্তরা লোকাল ট্রেনের যাত্রী সুফিয়া বিবি বলেন, ‘মুই গরিব মানুষ বাবা, মুরকে জুন্য এই ট্রেন। মুই সকালের ট্রেনে চরে বাসুদেবপুরে বেটির বাইত যামু; কিন্তু ইস্টেশনের পাশে ময়লার গন্দে প্যাট মোর ফুলে উঠল।’

স্থানীয় বাসিন্দা আবু হাসান বলেন, ‘সকালের উত্তরা ট্রেনে উঠে আমি সান্তাহার হয়ে নওগাঁয় যাব ব্যক্তিগত কাজে। স্টেশনের পাশের বর্জ্যের দুর্গন্ধে মুখে কাপড় চেপে ট্রেনে উঠতে হয়।’

তিলকপুর রেলওয়ে স্টেশনে কর্মরত পোর্টার শারমীন আক্তার বলেন, এই স্টেশনের কার্যক্রম কম থাকায় দায়িত্বরত স্টেশনমাস্টার বর্তমানে জয়পুরহাট স্টেশনমাস্টারের দায়িত্ব পালন করছেন। সহকারী স্টেশনমাস্টার তিনিও অন্য কোনো এক স্টেশনে কর্মরত। স্টেশনের প্ল্যাটফর্মের পাশে বর্জ্য ফেলার বিষয়ে হাট ইজারাদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেয়নি।

তিলকপুর হাট ইজারাদারের প্রতিনিধি ফেরদৌস সরদার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে হাটটিতে প্রায় দুই লাখ টাকা খরচ করে বিভিন্ন সংস্কার কাজ করেছি। হাটের বর্জ্য ফেলার জায়গা না থাকায় প্ল্যাটফর্মের পাশে বর্জ্য ফেলা হয়।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় হাটের এমন দুরবস্থা বলে তিনি জানান।

তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মাহবুব সজল আজকের পত্রিকাকে  বলেন, পরিষদের পক্ষ থেকে বর্জ্য ফেলার জন্য  অন্যত্র জায়গা দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি ওই স্থানের বর্জ্য অপসারণ করা হবে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত