তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ছে শীত। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা পড়ছে। এতে বেশি শীত অনুভূত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিস জানায়, এক মাস ধরে উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে দিন দিন এ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। কয়েক দিন ধরে ১৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। তিন সপ্তাহ ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
জানা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোর পর্যন্ত শিশির এবং সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় ঢেকে থাকে তেঁতুলিয়া উপজেলা। ফলে কনকনে শীত অনুভূত হওয়ায় এ অঞ্চলের মানুষ গরম কাপড় পরছেন। এ কারণে অনেকে কাজে যেতেও দেরি করছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক রেজাউল করিম বলেন, কয়েক দিন ধরে শীত নেমে যাওয়ায় আগের ভ্যানে যাত্রী পাই না। শীতের কারণে সকালে ও সন্ধ্যার পর বাজারে মানুষ কম আসে তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার বসে থাকতে হয়।
একই কথা জানান ভজনপুরের পাথর শ্রমিক হাজেরা বেগম। তিনি বলেন, শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছি না। আমি গরিব মানুষ কাজ করে সংসার চালাই। এখনো শীতের কাপড় সংগ্রহ করতে পারিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।’ তবে তাপমাত্রা দিন দিন আরও হ্রাস পাবে বলে জানান এই কর্মকর্তা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ছে শীত। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা পড়ছে। এতে বেশি শীত অনুভূত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিস জানায়, এক মাস ধরে উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে দিন দিন এ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। কয়েক দিন ধরে ১৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। তিন সপ্তাহ ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
জানা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোর পর্যন্ত শিশির এবং সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় ঢেকে থাকে তেঁতুলিয়া উপজেলা। ফলে কনকনে শীত অনুভূত হওয়ায় এ অঞ্চলের মানুষ গরম কাপড় পরছেন। এ কারণে অনেকে কাজে যেতেও দেরি করছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক রেজাউল করিম বলেন, কয়েক দিন ধরে শীত নেমে যাওয়ায় আগের ভ্যানে যাত্রী পাই না। শীতের কারণে সকালে ও সন্ধ্যার পর বাজারে মানুষ কম আসে তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার বসে থাকতে হয়।
একই কথা জানান ভজনপুরের পাথর শ্রমিক হাজেরা বেগম। তিনি বলেন, শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছি না। আমি গরিব মানুষ কাজ করে সংসার চালাই। এখনো শীতের কাপড় সংগ্রহ করতে পারিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।’ তবে তাপমাত্রা দিন দিন আরও হ্রাস পাবে বলে জানান এই কর্মকর্তা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪