Ajker Patrika

সন্ধ্যা থেকে ঘনকুয়াশা দুর্ভোগে দরিদ্র মানুষ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
সন্ধ্যা থেকে ঘনকুয়াশা দুর্ভোগে দরিদ্র মানুষ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ছে শীত। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা পড়ছে। এতে বেশি শীত অনুভূত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, এক মাস ধরে উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে দিন দিন এ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। কয়েক দিন ধরে ১৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। তিন সপ্তাহ ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

জানা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোর পর্যন্ত শিশির এবং সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় ঢেকে থাকে তেঁতুলিয়া উপজেলা। ফলে কনকনে শীত অনুভূত হওয়ায় এ অঞ্চলের মানুষ গরম কাপড় পরছেন। এ কারণে অনেকে কাজে যেতেও দেরি করছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক রেজাউল করিম বলেন, কয়েক দিন ধরে শীত নেমে যাওয়ায় আগের ভ্যানে যাত্রী পাই না। শীতের কারণে সকালে ও সন্ধ্যার পর বাজারে মানুষ কম আসে তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার বসে থাকতে হয়।

একই কথা জানান ভজনপুরের পাথর শ্রমিক হাজেরা বেগম। তিনি বলেন, শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছি না। আমি গরিব মানুষ কাজ করে সংসার চালাই। এখনো শীতের কাপড় সংগ্রহ করতে পারিনি।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।’ তবে তাপমাত্রা দিন দিন আরও হ্রাস পাবে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত