Ajker Patrika

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ, অবরোধ

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ১৬
প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ, অবরোধ

পীরগাছার ঝিনিয়া ধনির বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তাঁর অপসারণ দাবি করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন।

গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ চলে। এ সময় প্রায় এক ঘণ্টা পাকারমাথা-সাতদরগা সড়ক অবরোধ করে রাখা হয়। এতে করে উভয় পাশে যানবাহন আটকে যায়। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রধান শিক্ষক ইব্রাহিম নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ছামসুল আলম মারা যাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয় তহবিলের টাকা আত্মসাৎ, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কমিটি গঠনের চেষ্টার অভিযোগ তোলা হয়।

এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী মাইকিং করে গতকাল সকালে ধনির বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল আটকে রাখেন। পীরগাছা থানা-পুলিশ ও স্থানীয় ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এলাকার বাসিন্দা পীরগাছা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এলাকা পরিচালক আব্দুল রহিম বলেন, অনিয়ম-দুর্নীতির কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আজ নিম্নমুখী। এ বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছে চায় না। অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বিদ্যালয়ে কোনো জাতীয় দিবসসহ কোনো সরকারি কর্মসূচি পালন করেন না প্রধান শিক্ষক। তিনি নিজের পকেট ভারী করতে ব্যস্ত।

এনামুল হক নামে এক শিক্ষক জানান, ৬ লাখ টাকা নিয়ে তাঁকে চাকরি দেওয়া হয়। তিন বছর চাকরির পর কোনো বেতন-ভাতা না দিয়ে তাঁকে বরখাস্ত করা হয়। টাকা ফেরত চাইলে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছামসুল হকের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বাবা জমি দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। অথচ তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো শোক সভা কিংবা শোক জানাননি। তিনি এখন বাইরের লোক দিয়ে পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। লুটপাটের কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই। আমাদের পরিবারের কোনো সদস্য তিনি কমিটিতে রাখতে চান না। তিনি বিদ্যালয়ে একক আধিপত্য বিস্তার করছেন।’

তবে প্রধান শিক্ষক ইব্রাহিম দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আগের পরিচালনা কমিটি যেভাবে বলেছে তিনি সেভাবেই বিদ্যালয় পরিচালনা করেছেন। আর নিয়মতান্ত্রিক না হওয়ায় প্রতিষ্ঠাতা সভাপতির পরিবারের কোনো সদস্যকে কমিটিতে নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া বলেন, ‘একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর (কমিটি গঠনে) নির্বাচন বিষয়ে যদি কোনো সুযোগ থাকে তাহলে ইউএনওর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত