Ajker Patrika

৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ০৫
৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ গ্রন্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ‘কটূক্তিমূলক’ লেখনীর কারণে লেখক নাজমুল হোসেন নাসিমসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ কে এম ফজলুল হক দুলালের আইনজীবী কে বি এম আমিনুল ইসলাম খায়রুল ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। পরে ট্রাইব্যুনালের বিচারক মোহা. বজলুর রহমান আবেদন গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

কে বি এম আমিনুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও লেখক নাজমুল হোসেন নাসিম তাঁর গ্রন্থ ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’র একটি লেখা ফেসবুকে ২০১৯ সালের ৪ ও ৫ মার্চ পোস্ট করলে বাদীর দৃষ্টিগোচর হওয়ায় মামলার আবেদন করেন। আরও আসামি করা হয়েছে তারিকুল ইসলাম তারেক এবং এম এস টি ফাতেমা বেগমকে।

কে বি এম আমিনুল ইসলাম খায়রুল আরও বলেন, সরকারপ্রধানদের বিরুদ্ধে বইয়ে এভাবে লেখা মানহানিকর। বইটি বাজারে পাওয়া যাচ্ছে।

বাদী এ কে এম ফজলুল হক দুলাল বলেন, বিষয়টি আমার নজরে এলে খারাপ লেগেছে। স্বপ্রণোদিত হয়ে মামলার আবেদন করেছি। যারা সরকারপ্রধানের বিরুদ্ধে অশালীন কথা বইয়ে লিখতে পারে তারা কেমন প্রকৃতির মানুষ তা বোঝা যায়।

এ বিষয়ে আসামি পক্ষের কারও সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত