Ajker Patrika

সিডও পূর্ণাঙ্গ অনুমোদন হয়নি ৩৯ বছরেও

অর্চি হক, ঢাকা
সিডও পূর্ণাঙ্গ অনুমোদন হয়নি ৩৯ বছরেও

জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদে (সিডও) বাংলাদেশ সই করার পর কেটে গেছে ৩৯ বছর। কিন্তু সনদের দুটি ধারায় সরকারের আপত্তি আজও প্রত্যাহার করা হয়নি। ওই দুটি ধারায় বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও অভিভাবকত্বের ক্ষেত্রে নারীকে সম-অধিকার দেওয়ার বিষয়ে বলা হয়েছে। আপত্তি প্রত্যাহার না করার কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, দেশের সমাজ এখনো এসব ক্ষেত্রে পরিবর্তন মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয়। কিন্তু নারী অধিকারকর্মীরা বলছেন, সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন না হওয়ার দায় সমাজের নয়, নীতিনির্ধারকদের।

এ বিষয়ে মানবাধিকারকর্মী শিরীন হক আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজ নয়, বরং নীতিনির্ধারকেরাই মানসিকভাবে নারীর সম-অধিকার মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয়। যে কারণে ৩৯ বছরেও সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন সম্ভব হয়নি। আর যে ধারাগুলোয় আপত্তি নেই, সেগুলোরও পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা হতে দেখছি না।’

এমন প্রেক্ষাপটেই আজ ৩ সেপ্টেম্বর পালিত হচ্ছে সিডও দিবস। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সনদটি ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের এই সনদ কার্যকর হতে শুরু করে। বাংলাদেশ সরকার ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর চারটি ধারায় আপত্তি রেখে সনদে সই করে। পরে ২ ও ১৬ (১) (গ) ধারার ওপর আপত্তি রেখে বাকি দুটি থেকে আপত্তি প্রত্যাহার করা হয়। সনদের ২ নম্বর ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং ১৬ (১) (গ) ধারায় বিয়ে ও পারিবারিক আইনে সম-অধিকারের কথা বলা আছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু আজকের পত্রিকাকে বলেন, ‘এই দুটি ধারাই হলো সিডওর মূল স্পিরিট (চেতনা)। ৩৯ বছরেও মূল দুটি ধারার ওপর সরকারের আপত্তি প্রত্যাহার না হওয়াটা দুঃখজনক। এর দায় অবশ্যই নীতিনির্ধারকদের। রাজনৈতিক সদিচ্ছাটাও একটা বড় কারণ।’  

সনদের দুটি ধারায় আপত্তি বহাল থাকায় নারীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন নারী অধিকারকর্মীরা। তাঁদের মতে, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সিডওর দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়া জরুরি। আর যেসব ধারায় আপত্তি নেই, সেগুলোও কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার পর্যালোচনা দরকার।

এ বিষয়ে নারীপক্ষের সদস্য আইনজীবী কামরুন নাহার বলেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে এবং কিছু কিছু ক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠায় কয়েকটি আইন হয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। নারী অধিকার প্রতিষ্ঠায় আমরা কতটুকু এগোলাম, সিডওর কতটুকু বাস্তবায়ন হলো তা মনিটরিং প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত