হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
লিফট থেকে নেমে হাতের বাঁ পাশে যেতেই চোখে পড়বে তুলি ফ্যাশন। সানমার ওশান সিটির তৃতীয় তলার ওই দোকানটিতে শোভা পাচ্ছে নজরকাড়া নকশার সব কাপড়। দোকানের মুখে সাজিয়ে রাখা হয়েছে হাল ফ্যাশনের ক্রেজ সারারা, গারারা। আছে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ নানা নকশার নামকরা সব পোশাক। বিক্রেতারা বললেন, দোকানে সব ধরনের পোশাক রাখলেও এবার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গারারা, সারারা। দোকানে আসা বেশির ভাগ তরুণীই এ দুই ধরনের পোশাক কিনছেন।
তুলি ফ্যাশনের মালিক আনিসুল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবারও গারারা, সারারা ক্রেতাদের পছন্দের শীর্ষে। আমরা লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ যেসব পোশাক বিক্রি করছি। এগুলোর মধ্যে এবার গারারা, সারারাই বেশি বেচাকেনা হচ্ছে। দোকানে ৬ থেকে ৮ হাজার টাকার মধ্যে মিলছে এসব পোশাক।’
উইমেন্স ওয়ার্ল্ডের মালিক আজিজুল হক বলেন, ‘এবার গারারা, সারারার চাহিদা একটু বেশি। তবে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ অন্য পোশাকগুলোও কিনছেন অনেকে।’ তবে এবার প্রস্তুতির তুলনায় বেচাকেনা কম বলে তিনি জানান।
নগরের জিইসি মোড় থেকে একটু সামনে গেলেই সানমার ওশান সিটি। ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি নারী ও শিশুদের পোশাক, বুটিক, জুয়েলারি শপের জন্য চট্টগ্রামে বিশেষ স্থান করে নিয়েছে এই মার্কেট। গত রোববার দুপুরে মার্কেটে গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় মেয়েদের পোশাকের দোকানে বেচা-কেনা জমে উঠেছে। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকান ঘুরে দেখছেন ক্রেতারা।
দোকানদাররা জানিয়েছেন, কাতান ও টিস্যু কাপড়ে তৈরি সারারা ও গারারা দেখতে অনেকটা কাছাকাছি। নাম পুরোনো হলেও ইন্ডিয়ান ঢংয়ের এ ড্রেসগুলোর ডিজাইনে আছে নতুনত্ব।
ঠিক উল্টো চিত্র দেখা গেছে মার্কেটের নিচতলায় ছেলেদের পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। বিক্রেতারা বললেন, ১৫ রমজান পার হতে চললেও এবার মার্কেট এখনো পুরোপুরি জমে ওঠেনি। মাঝখানে দু-এক দিন ভালো বেচাকেনা হলেও এখন মন্দাভাব।
এ সম্পর্কে জানতে চাইলে ব্র্যান্ড শপ শৈল্পিকের ব্রাঞ্চ ইনচার্জ মো. শাখাওয়াত হোসাইন রনি বলেন, এবার বেচাকেনা খুব একটা নেই। আগে রমজানে ৩ থেকে ৪ লাখ টাকা প্রতিদিন বেচাকেনা হতো। এখন দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতেই কষ্ট হয়ে যাচ্ছে।
জেন্টেল পার্কের শো-রুমে ম্যানেজার মো. রোকন উদ্দিন বাপ্পা বলেন, ‘আমরা মনে করেছিলাম, রমজানের মাঝামাঝিতেই বেচাকেনা জমে উঠবে। কিন্তু বাস্তবে সেটি দেখা যাচ্ছে না।’
লিফট থেকে নেমে হাতের বাঁ পাশে যেতেই চোখে পড়বে তুলি ফ্যাশন। সানমার ওশান সিটির তৃতীয় তলার ওই দোকানটিতে শোভা পাচ্ছে নজরকাড়া নকশার সব কাপড়। দোকানের মুখে সাজিয়ে রাখা হয়েছে হাল ফ্যাশনের ক্রেজ সারারা, গারারা। আছে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ নানা নকশার নামকরা সব পোশাক। বিক্রেতারা বললেন, দোকানে সব ধরনের পোশাক রাখলেও এবার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে গারারা, সারারা। দোকানে আসা বেশির ভাগ তরুণীই এ দুই ধরনের পোশাক কিনছেন।
তুলি ফ্যাশনের মালিক আনিসুল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবারও গারারা, সারারা ক্রেতাদের পছন্দের শীর্ষে। আমরা লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ যেসব পোশাক বিক্রি করছি। এগুলোর মধ্যে এবার গারারা, সারারাই বেশি বেচাকেনা হচ্ছে। দোকানে ৬ থেকে ৮ হাজার টাকার মধ্যে মিলছে এসব পোশাক।’
উইমেন্স ওয়ার্ল্ডের মালিক আজিজুল হক বলেন, ‘এবার গারারা, সারারার চাহিদা একটু বেশি। তবে লেহেঙ্গা, কুর্তি, গাউনসহ অন্য পোশাকগুলোও কিনছেন অনেকে।’ তবে এবার প্রস্তুতির তুলনায় বেচাকেনা কম বলে তিনি জানান।
নগরের জিইসি মোড় থেকে একটু সামনে গেলেই সানমার ওশান সিটি। ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি নারী ও শিশুদের পোশাক, বুটিক, জুয়েলারি শপের জন্য চট্টগ্রামে বিশেষ স্থান করে নিয়েছে এই মার্কেট। গত রোববার দুপুরে মার্কেটে গিয়ে দেখা যায়, তৃতীয় তলায় মেয়েদের পোশাকের দোকানে বেচা-কেনা জমে উঠেছে। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকান ঘুরে দেখছেন ক্রেতারা।
দোকানদাররা জানিয়েছেন, কাতান ও টিস্যু কাপড়ে তৈরি সারারা ও গারারা দেখতে অনেকটা কাছাকাছি। নাম পুরোনো হলেও ইন্ডিয়ান ঢংয়ের এ ড্রেসগুলোর ডিজাইনে আছে নতুনত্ব।
ঠিক উল্টো চিত্র দেখা গেছে মার্কেটের নিচতলায় ছেলেদের পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। বিক্রেতারা বললেন, ১৫ রমজান পার হতে চললেও এবার মার্কেট এখনো পুরোপুরি জমে ওঠেনি। মাঝখানে দু-এক দিন ভালো বেচাকেনা হলেও এখন মন্দাভাব।
এ সম্পর্কে জানতে চাইলে ব্র্যান্ড শপ শৈল্পিকের ব্রাঞ্চ ইনচার্জ মো. শাখাওয়াত হোসাইন রনি বলেন, এবার বেচাকেনা খুব একটা নেই। আগে রমজানে ৩ থেকে ৪ লাখ টাকা প্রতিদিন বেচাকেনা হতো। এখন দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতেই কষ্ট হয়ে যাচ্ছে।
জেন্টেল পার্কের শো-রুমে ম্যানেজার মো. রোকন উদ্দিন বাপ্পা বলেন, ‘আমরা মনে করেছিলাম, রমজানের মাঝামাঝিতেই বেচাকেনা জমে উঠবে। কিন্তু বাস্তবে সেটি দেখা যাচ্ছে না।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫