Ajker Patrika

আ.লীগের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ২৪
আ.লীগের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

বরুড়ার ৩ নম্বর খোসবাস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা করে ইউনিয়ন আওয়ামী লীগ। এই তালিকা উপজেলার নেতাদের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। তবে তালিকায় এক নম্বরে থাকা ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে দ্বিতীয় নম্বরে থাকা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এমন অভিযোগে প্রার্থী পরিবর্তনের দাবি করা হচ্ছে।

গত শনিবার বিকেলে নগরীর কুমিল্লা প্রেসক্লাবে এই দাবিতে সংবাদ সম্মেলন করে ৩ নম্বর খোসবাস ইউনিয়ন আওয়ামী লীগ। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ূব আলী সভাপতিত্ব করেন। এ সময় মনোনয়ন বঞ্চিত মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো. ফরহাদ হোসেন বলেন, ‘ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য ১৯ অক্টোবর বরুড়া উপজেলার খোসবাস স্কুল অ্যান্ড কলেজে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বরুড়া আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের ৯৯ জন কাউন্সিলরের ভোটে প্রার্থী হিসেবে প্রথম স্থান অধিকার করি। কিন্তু আমাকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। বিষয়টি আমি আবার বিবেচনার জন্য দলের নীতি-নির্ধারকদের অনুরোধ করছি।’

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ূব আলী বলেন, ‘আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ভোট দিয়ে যাঁকে নির্বাচিত করেছি তাঁকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেওয়া হয়েছে। আমরা আমাদের মনোনীত প্রার্থীকে দলীয় নৌকা প্রতীক দেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন বলেন, ‘ফরহাদ বেশি ভোট পাওয়ায় আমরা তাঁর নাম এক নম্বরে ও নাজমুল হাসানের নাম দ্বিতীয় করে চিঠি কেন্দ্রে পাঠিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমাদের কিছু করার নাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩ নম্বর খোসবাস ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এ টি এম শাহজাহান, সহসভাপতি ভবেন্দ্র গোস্মামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আবদুল গনি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত