কুমিল্লা প্রতিনিধি
বরুড়ার ৩ নম্বর খোসবাস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা করে ইউনিয়ন আওয়ামী লীগ। এই তালিকা উপজেলার নেতাদের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। তবে তালিকায় এক নম্বরে থাকা ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে দ্বিতীয় নম্বরে থাকা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এমন অভিযোগে প্রার্থী পরিবর্তনের দাবি করা হচ্ছে।
গত শনিবার বিকেলে নগরীর কুমিল্লা প্রেসক্লাবে এই দাবিতে সংবাদ সম্মেলন করে ৩ নম্বর খোসবাস ইউনিয়ন আওয়ামী লীগ। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ূব আলী সভাপতিত্ব করেন। এ সময় মনোনয়ন বঞ্চিত মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. ফরহাদ হোসেন বলেন, ‘ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য ১৯ অক্টোবর বরুড়া উপজেলার খোসবাস স্কুল অ্যান্ড কলেজে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বরুড়া আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের ৯৯ জন কাউন্সিলরের ভোটে প্রার্থী হিসেবে প্রথম স্থান অধিকার করি। কিন্তু আমাকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। বিষয়টি আমি আবার বিবেচনার জন্য দলের নীতি-নির্ধারকদের অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ূব আলী বলেন, ‘আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ভোট দিয়ে যাঁকে নির্বাচিত করেছি তাঁকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেওয়া হয়েছে। আমরা আমাদের মনোনীত প্রার্থীকে দলীয় নৌকা প্রতীক দেওয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন বলেন, ‘ফরহাদ বেশি ভোট পাওয়ায় আমরা তাঁর নাম এক নম্বরে ও নাজমুল হাসানের নাম দ্বিতীয় করে চিঠি কেন্দ্রে পাঠিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমাদের কিছু করার নাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩ নম্বর খোসবাস ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এ টি এম শাহজাহান, সহসভাপতি ভবেন্দ্র গোস্মামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আবদুল গনি প্রমুখ।
বরুড়ার ৩ নম্বর খোসবাস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা করে ইউনিয়ন আওয়ামী লীগ। এই তালিকা উপজেলার নেতাদের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। তবে তালিকায় এক নম্বরে থাকা ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে দ্বিতীয় নম্বরে থাকা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এমন অভিযোগে প্রার্থী পরিবর্তনের দাবি করা হচ্ছে।
গত শনিবার বিকেলে নগরীর কুমিল্লা প্রেসক্লাবে এই দাবিতে সংবাদ সম্মেলন করে ৩ নম্বর খোসবাস ইউনিয়ন আওয়ামী লীগ। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ূব আলী সভাপতিত্ব করেন। এ সময় মনোনয়ন বঞ্চিত মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. ফরহাদ হোসেন বলেন, ‘ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য ১৯ অক্টোবর বরুড়া উপজেলার খোসবাস স্কুল অ্যান্ড কলেজে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বরুড়া আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের ৯৯ জন কাউন্সিলরের ভোটে প্রার্থী হিসেবে প্রথম স্থান অধিকার করি। কিন্তু আমাকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। বিষয়টি আমি আবার বিবেচনার জন্য দলের নীতি-নির্ধারকদের অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ূব আলী বলেন, ‘আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ভোট দিয়ে যাঁকে নির্বাচিত করেছি তাঁকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেওয়া হয়েছে। আমরা আমাদের মনোনীত প্রার্থীকে দলীয় নৌকা প্রতীক দেওয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন বলেন, ‘ফরহাদ বেশি ভোট পাওয়ায় আমরা তাঁর নাম এক নম্বরে ও নাজমুল হাসানের নাম দ্বিতীয় করে চিঠি কেন্দ্রে পাঠিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমাদের কিছু করার নাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩ নম্বর খোসবাস ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এ টি এম শাহজাহান, সহসভাপতি ভবেন্দ্র গোস্মামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আবদুল গনি প্রমুখ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫