Ajker Patrika

শীতে কাবু চরাঞ্চলের মানুষ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ১৭
শীতে কাবু চরাঞ্চলের মানুষ

ঘন কুয়াশা আর শীতে বিপাকে পড়েছেন গাইবান্ধার ফুলছড়ি চরাঞ্চলের মানুষ। উপজেলার সাত ইউনিয়নের মধ্যে পাঁচটি ব্রহ্মপুত্রবেষ্টিত। প্রাকৃতিক দুর্যোগ এলেই এখানকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়। বর্ষায় বন্যা ও নদী ভাঙনের পর এবার তাঁরা শীতের কবলে পড়েছেন। গত কয়েক দিনের শীতে বিশেষ করে নারী ও শিশুরা কাবু হয়ে পড়েছেন।

জানা গেছে, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর, ফুলছড়ি, উড়িয়া ও গজারিয়া ইউনিয়নের চরাঞ্চলে লক্ষাধিক মানুষের বসবাস। এসব ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের ভাঙনে ভিটেমাটি হারিয়ে কয়েক হাজার পরিবার অস্থায়ীভাবে ঘর তৈরি করে বসবাস করে। কেউবা অন্যের জমিতে ঘর তৈরি করে বসবাস করছেন। চরাঞ্চলের বেশির ভাগ মানুষ কৃষি ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। তীব্র শীতের কারণে অনেকের কাজকর্মে ছন্দপতন ঘটেছে। এ ছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তাঁরা চিকিৎসাসহ অনেক সরকারি সেবা থেকে বঞ্চিত।

উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ শীতে কাবু হয়ে পড়েছে। এখানকার অনেক মানুষ শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে।’

উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট অনেক বেড়েছে। শ্রমজীবী ও পেশাজীবী মানুষেরা শীতের কারণে রাস্তায় বের হচ্ছে পারছে না। সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করা প্রয়োজন।’

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম বলেন, ‘সরকারিভাবে উপজেলায় পাওয়া তিন হাজার ২৮৩টি কম্বল প্রতিটি ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়েছে। শীতার্ত কেউ কম্বল না পেলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে কম্বলের ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত