Ajker Patrika

জামিন পেলেন সেই কমল চন্দ্র অধিকারী

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১১: ১১
জামিন পেলেন সেই কমল চন্দ্র অধিকারী

ঝালকাঠির নলছিটি উপজেলায় গ্রেপ্তারের এক দিন পর জামিন পেলেন ছেলে হত্যাচেষ্টার বিচার চেয়ে মানববন্ধন করা কমল চন্দ্র অধিকারী। গত সোমবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিনের আবেদন করা হয়। বিচারক মো. মনিরুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে গত রোববার সকালে নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।

এ বিষয়ে কমল চন্দ্রের স্ত্রী কল্যাণী রানী অধিকারী বলেন, ‘আমার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করে। এ মামলায় আদালত তাঁর জামিন হয়েছে। অথচ পুলিশ এখনো আমার ছেলেকে হত্যাচেষ্টা মামলার আসামি সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সঞ্জয় মন্ডলকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা গরিব, বিধায় আমাদের হয়রানির শিকার হতে হয়। ওদের টাকা আছে, তাই পুলিশ ধরে না।’

জানা যায়, কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সঞ্জয় মন্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনায় একাধিকবার শালিস হলেও সঞ্জয় মন্ডলের পরিবার তা মানছেন না। উল্টো বিভিন্ন সময় কমল চন্দ্র অধিকারীকে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয়। এর জেরে সঞ্জয় মন্ডল ও তাঁর মা অঞ্জলী রানী মন্ডল ১৬ এপ্রিল কমলের স্ত্রী কল্যাণী রানী ও ছেলে শান্ত অধিকারীকে পিটিয়ে আহত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত