Ajker Patrika

নাগরিক জীবনের গল্প বলবে ‘আন্তঃনগর’

নাগরিক জীবনের গল্প বলবে ‘আন্তঃনগর’

এই নগরের প্রতিটি কোনায় রয়েছে বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। নানা রকম সেই গল্প থেকে তিন জোড়া জীবনের গোপন, গভীর, অদেখা গল্পের সমাহার ‘আন্তঃনগর’। গল্পে দেখা যাবে ভিন্ন ভিন্ন এই জীবনগুলো নগরের নানা মোড় ঘুরতে ঘুরতে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। একটি জীবন জড়িয়ে যায় অন্য জীবনের সঙ্গে। এক রাতের ব্যবধানে জটিল ঘূর্ণিপাকে পড়ে যায় প্রতিটি জীবন।

আন্তঃনগর বানিয়েছেন গৌতম কৌরী। এটি নির্মাতার প্রথম ওয়েব সিনেমা। অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ, নাফিস আহমেদ প্রমুখ।

শবনম ফারিয়া ও সোহেল মণ্ডলসিনেমায় শ্যামল মাওলা অভিনয় করেছেন একজন সিএনজিচালকের চরিত্রে। ওয়েব সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘আন্তঃনগর-এ অভিনয় করাটা একটু কঠিন ছিল। প্রতিদিন সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পড়ে গিয়েছিল। তবে সুন্দর একটি কাজ হয়েছে। আমার কাছে মনে হয় এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ, কাজটা একেবারেই মৌলিক একটা গল্পের।’

রুনা খান বলেন, ‘প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো করে তাঁদের গল্প বলার চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগর সিনেমার গল্প বলার ধরন ভিন্ন রকম। আমি মনে করি দর্শকেরা এটা দারুণভাবে উপভোগ করবেন।’

প্রান্তর দস্তিদার ও নিদ্রা নেহাসোহেল মণ্ডল নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল—সব রয়েছে। দারুণ একটা গল্প। দর্শকেরা কীভাবে নেন সেটা দেখার অপেক্ষায় আছি।’

শবনম ফারিয়া বলেন, ‘নারীদের জীবনযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে এটি। আমাদের খুব কাছের গল্প। সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’

পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প লিখেছেন গৌতম কৌরী। সিনেমার নামকরণ আর বিষয় নিয়ে তিনি বলেন, ‘এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাই তো আন্তঃনগর। আমরা প্রবেশ করেছি এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প। আন্তঃনগর দর্শকদের নতুন কিছুর স্বাদ দেখাবে, এ নিশ্চয়তা দিতে পারি।’

রুনা খান।ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ থেকে দেখা যাবে আন্তঃনগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত