Ajker Patrika

নতুন জীবন পেল ৭০ অতিথি পাখি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ৫২
নতুন জীবন পেল ৭০ অতিথি পাখি

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে ৭০টি অতিথি পাখি অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্বরের পুকুর ঘাটে কালকুচ, হাসপাখি, কাইনসহ বিভিন্ন প্রজাতির ৪০টি পাখি অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল ভোরে মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে অভিযান চালিয়ে শিকারিদের হাত থেকে ওই ৪০টি পাখি উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল।

এ সময় পাখি ধরার ফাঁদ, সাউন্ডবক্স, ব্যাটারি, পাখির ডাক রেকর্ড করা সিডিসহ দুজনকে আটক করে উপজেলা প্রশাসন। এর আগেও বিভিন্ন সময় কোদালিয়া ও মেহেরপুর বিল থেকে অন্তত ৩০টি পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। অবমুক্ত পাখির মধ্যে কাইন, কালকুচ, হাসপাখি, বক ও ডুমখুর রয়েছে।

অভিযানে আটককৃতরা হলেন, মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের রিপন বারই (৩৮) এবং একই গ্রামের সরত রায় (৩৬)। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রিপন বারইকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সরত রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল।

পাখি অবমুক্তের সময়, মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, ইউএনও মো. ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. ওয়াহিদ হোসেন বলেন, এলাকার কয়েকজন আমাকে অবৈধ পাখি শিকারের বিষয়ে জানান। তাঁদের দেওয়া তথ্য মতে কোদালিয়া বিলে অভিযান চালিয়ে ৪০টি পাখি ও পাখি ধরার ফাঁদ, সাউন্ডবক্স, ব্যাটারিসহ দুই ব্যক্তিকে আটক করেছি।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও জেল দেওয়া হয়েছে।’ অতিথি পাখি ও বন্য প্রাণী রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

পাখি শিকারের কৌশল সম্পর্কে ইউএনও মো. ওয়াহিদ হোসেন জানান, ইন্টারনেট থেকে পাখির ডাক ডাউনলোড করে পেনড্রাইভে নিয়ে মাঝ রাত থেকে সাউন্ডবক্সের মাধ্যমে বিলের মধ্যে বাজানো হয়। সাউন্ডবক্সের পাশেই ফাঁদ পাতা থাকে। সাউন্ডবক্সে পাখির ডাক শুনে পাখি খুঁজতে এসে ফাঁদে আটকে যায় বিভিন্ন অতিথি পাখিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত