Ajker Patrika

হত্যা মামলায় স্বামী ও স্ত্রীর যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৫০
হত্যা মামলায় স্বামী ও স্ত্রীর যাবজ্জীবন

বাগেরহাটের রামপালে আলমগীর হোসেন (২২) নামের এক যুবককে হত্যার অপরাধে মো. সিরাজুল ইসলাম মিয়া (২৮) ও তাঁর স্ত্রী মোছা. সাবিনা বেগমকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত দায়রা ও জজ ২য় আদালতের বিচারক তপন রায় এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত মো. সিরাজুল ইসলাম মিয়া আদালতে উপস্থিত থাকলেও তাঁর স্ত্রী মোছা. সাবিনা বেগম পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার জগীহদা গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর রাতে স্থানীয় আলমগীর নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেন সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী মোছা. সাবিনা বেগম। পরবর্তীতে আলমগীরের মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেন তাঁরা। এ ঘটনায় নিহত আলমগীরের বাবা রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের মোশারেফ হোসেন বাদী হয়ে রামপাল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ মার্চ রামপাল থানার উপপরিদর্শক (এসআই) ইমারত শেখ হত্যা মামলায় সিরাজুল ইসলাম মিয়া ও তাঁর স্ত্রী মোছা. সাবিনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক আদালত মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে গতকাল দুপুরে স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালতে সাজাপ্রাপ্ত সিরাজুল ইসলামের দেওয়া স্বীকারোক্তি থেকে জানা গেছে, রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের গনি শেখের বাড়িতে ভাড়া থাকতেন তিনি ও তাঁর স্ত্রী মোছা. সাবিনা বেগম। সিরাজুলের অনুপস্থিতে তাঁদের পূর্ব পরিচিত আলমগীর শেখ সাবিনাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে সাবিনা বেগম স্বামী সিরাজুলকে বিষয়টি অবহিত করেন। পরে দুজনে কৌশলে আলমগীরকে ডেকে এনে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যা মামলায় স্বামী–স্ত্রী দুজনই গ্রেপ্তার হলে উচ্চ আদালতের জামিনে বের হন স্ত্রী সাবিনা বেগম। এরপর থেকেই পলাতক রয়েছে সাবিনা।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুঁলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সীতারানী দেবনাথ ও এপিপি শরৎচন্দ্র মজুমদার। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মিহির কুমার দেবনাথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত