Ajker Patrika

‘ভুল চিকিৎসায়’ মৃত্যু প্রসূতির, স্বজনদের হাসপাতাল ঘেরাও

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
‘ভুল চিকিৎসায়’ মৃত্যু প্রসূতির, স্বজনদের হাসপাতাল ঘেরাও

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল ঘেরাও করেছেন স্বজনেরা। এ ঘটনায় বেসরকারি হাসপাতালটির মালিক পক্ষের লোকজন নিহতের স্বজনদের ওপর চড়াও হয়। তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার বিকেলে শহরের নিউ টাউন এলাকার স্বদেশ হাসপাতালে এ ঘটনা ঘটে।

ওই প্রসূতির পরিবারের অভিযোগ, মো. জাকির হোসেন নামের এক দালালের মাধ্যমে তাকমিনা বেগমকে গত রোববার বিকেলে সিজারিয়ান অপারেশনের জন্য

হাসপাতালটিতে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তাকমিনা ছেলে সন্তান জন্ম দেন। কিন্তু নবজাতকের মায়ের শারীরিক অবস্থা ভালো নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তাকমিনার মৃত্যু হয়েছে। আর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

নিহতের বাবা মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর দিন গত সোমবার মেয়ের মরদেহ দাফন করে আজ (বুধবার) বিকেলে তাঁরা হাসপাতালে এলে মালিকপক্ষের লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ছাড়া বিষয়টি নিয়ে কেউ কথা বললে অবস্থা খুব খারাপ হবে বলে হুমকি দেয়। এমনকি তারা প্রয়োজনে ৫০ লাখ টাকা খরচ করবে, তবুও দেখে নিবে বলে হুমকি দেয়।

স্বদেশ হাসপাতাল মালিকপক্ষের পরিচালক মো. মাজহারুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি। ভৈরব থানার উপপরিদর্শক কায়সার আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত