Ajker Patrika

ছবি তুলতে মগডালে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬: ০৬
ছবি তুলতে মগডালে

কুষ্টিয়ার কুমারখালীতে ৮০ ফুট উঁচু শিশুগাছ থেকে মোবাইল ফোন দিয়ে একসঙ্গে ৫০০টি তালগাছ ও ফসলি জমির তুলে সাড়া ফেলেছেন সোহেল রানা নামের এক কিশোর। সম্প্রতি তাঁর তোলা কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

সোহেল উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাঁর বাবা বদর উদ্দিন একজন আনসার বাহিনীর সদস্য।

সোহেলের সঙ্গে কথা বলে জানা যায়, একজন ভালো ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা তাঁর। ফটোগ্রাফার হয়ে তাঁর গ্রামকে সবার মাঝে সুন্দর করে তুলে ধরতে চান।

সোহেল বলেন, ‘আমার ডিএসএলআর ক্যামেরা নেই। তাই ফোন দিয়েই ছবি তুলি। ক্যামেরা কেনার খুব শখ। আশা করি খুব দ্রুতই শখ পূরণ হবে।’

সোহেলের মা বলেন, ‘আশপাশে যখন ওর তোলা ছবির বিষয়ে কথা হচ্ছিল তখন বিষয়টা জানতে পারি। ছবি তুলতে এত বড় গাছে উঠেছে শুনে প্রথমে ভয় পেয়েছিলাম। অবশ্য, ওর তোলা ছবিগুলো আমার খুব ভালো লেগেছে।’

চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার বলেন, ‘ফেসবুকে আমার এলাকার সুন্দর সুন্দর ছবি দেখে খুব ভালো লেগেছে। প্রথমে মনে করেছিলাম ড্রোন ক্যামেরায় তোলা। পরে জানলাম ফোনে তোলা ছবি। সোহেলের জন্য শুভ কামনা রইল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত