Ajker Patrika

রবীন্দ্র কাছারিবাড়িতে প্রতিমন্ত্রী

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৭: ০২
রবীন্দ্র কাছারিবাড়িতে প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গতকাল দুপুরের পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ও রবীন্দ্র জাদুঘর পরিদর্শন করেছেন। পর্যটনশিল্পের উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পরিদর্শনে যান তিনি।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রসাশক মো. মনির হোসেন। এ ছাড়াও উপজেলা প্রশাসন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার বেড়া উপজেলার সাংসদ শামসুল হক টুকু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হক, শাহজাদপুর ইউএনও শাহ মো. শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত সালমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুজ্জামান শফি, সাধারণ সম্পাদক মো. আজাদ রহমান, পৌর মেয়র মো. মনির আক্তার খান তরু লোদী, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম শাহু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত