Ajker Patrika

লালপুর থেকে ৬ ইমো হ্যাকার গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৬
লালপুর থেকে ৬ ইমো হ্যাকার গ্রেপ্তার

ইমো অ্যাপ ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে নাটোরের লালপুর থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল লালপুরের মহারাজপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ইমো অ্যাপ ব্যবহার করে হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৬টি মোবাইল ফোন, সিমকার্ড, মেমোরি কার্ডসহ মো. সিরাজুল ইসলাম পাকা (৩০), মো. ফজলুর রহমান রুনু, মো. নাজমুল (২০), মো. মেহেদী হাসান রাজা (১৯), মো. আবুল কালাম আজাদ (২১), মো. আশিক আহমেদকে (১৯) গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ পরিচিতজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বরের আজকের পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে ‘দেশজুড়ে ইমোর মাধ্যমে প্রতারণা কেন্দ্র লালপুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর গত রোববার নাটোরের ম্যাজিস্ট্রেট ইমো হ্যাকারদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত