Ajker Patrika

থেমে যাওয়ার শঙ্কায় সেলিন ডিয়ন

থেমে যাওয়ার শঙ্কায় সেলিন ডিয়ন

‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানের জাদুতে একসময় বুঁদ ছিল গোটা দুনিয়া। এত বছর পরও সমান জনপ্রিয় এ গান। বিশ্ব জয় করা এ গানটি গেয়েছিলেন সেলিন ডিয়ন।

৫৪ বছর বয়সে এসে বড় ধাক্কাটি খেলেন কানাডিয়ান এই পপ গায়িকা। এমনিতে ভীষণ প্রাণচঞ্চল মানুষ সেলিন, তাঁর কণ্ঠে সব সময়ই উঠে এসেছে প্রত্যাশার বার্তা। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে যে ভিডিওটি পোস্ট করেছেন গায়িকা, তাতে বেশ মুষড়ে পড়তে দেখা গেল সেলিনকে। কথা বলতে গিয়ে কেঁপে কেঁপে উঠছিল কণ্ঠ, অশ্রু ধরে রাখতে পারছিলেন না কোনোভাবেই। আর কখনো কনসার্টভর্তি শ্রোতার সামনে গাইতে পারবেন কি না, আশঙ্কা সেলিনের। কী হয়েছে তাঁর?

ইনস্টাগ্রামে ভিডিওবার্তা দিয়ে সেলিন ডিয়ন জানিয়েছেন, এক দুরারোগ্য নিউরোলজিক্যাল অসুখে আক্রান্ত তিনি। স্টিফ পারসন সিনড্রোম নামের এই বিরল রোগে আক্রান্ত হলে ক্রমেই হাত-পায়ের সঞ্চালন বন্ধ হয়ে যায়। গায়িকা বলেছেন, ‘অনেক দিন ধরেই শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছি। বুঝে উঠতে পারছিলাম না, কীভাবে এর মোকাবিলা করব। তাই সবার সামনে আসতে সময়টা বেশি লাগল। সম্প্রতি জানতে পারলাম এ বিরল রোগের কথা। এটা আমার দৈনন্দিন কাজে যেমন বাধা সৃষ্টি করছে, তেমন গানও আর গাইতে পারছি না আগের মতো।’

এই অসুখে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান বেশি নেই। চিকিৎসকের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে কিছুটা ভালো থাকতে পারবেন সেলিন। ২০২৩ সালজুড়ে ইউরোপের বিভিন্ন দেশে ৮টি কনসার্টে গাওয়ার কথা ছিল সেলিনের। অসুস্থতার কারণে সেটি পিছিয়ে নেওয়া হয়েছে পরের বছরে। এ জন্য শ্রোতাদের কাছে বারবার ক্ষমা চেয়ে নেন তিনি।

তাঁর অনুরাগীরা চাইছেন, দ্রুত সেরে উঠুন সেলিন ডিয়ন, আবারো মাতিয়ে তুলুন গানে-সুরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত