Ajker Patrika

লাইভ রেকর্ডিংয়ে পার্থর নতুন গান ‘বিনিময়’

লাইভ রেকর্ডিংয়ে পার্থর নতুন গান ‘বিনিময়’

কখনো ব্যান্ড, কখনো মৌলিক গান, কখনো আবার সংগীতায়োজন—সব মিলিয়ে গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পার্থ বড়ুয়া। এবার প্রথমবার লাইভে রেকর্ড করে গান প্রকাশ করলেন তিনি। মঙ্গলবার পার্থ বড়ুয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বিনিময়’ শিরোনামের গানটি। রাশিদ খানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। 

নতুন কিছু করার প্রয়াস থেকেই প্রথমবার লাইভে রেকর্ড করেছেন পার্থ বড়ুয়া। রেকর্ডিংয়ের আগে তাই ঝালাই করে নিয়েছেন নিজেদের। প্রায় ১৫ দিনের মতো প্র্যাকটিস করেছেন পার্থ বড়ুয়াসহ এই গানের মিউজিশিয়ানরা। পার্থ বড়ুয়া বলেন, ‘ডিজিটাল এই সময়ে নতুন অনেক কিছুই হচ্ছে। সেই ভাবনা থেকেই লাইভ রেকর্ড করা। আমরা বিভিন্ন রিয়েলিটি শোয়ে দেখি, লাইভ গান করেন প্রতিযোগীরা। তবে মৌলিক গান লাইভ রেকর্ড করা অনেক চ্যালেঞ্জিং। ১০-১১টি ক্যামেরা ব্যবহার করেছি আমরা। এক সেকেন্ডেরও বিরতি নিইনি। মিউজিশিয়ানরাও তাঁদের সেরা পারফর্ম করেছেন।’

এদিকে সোলস ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান নিয়ে কাজ করছেন পার্থ বড়ুয়া। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ৭টি গান। গানগুলো হলো ‘হাওয়াই মিঠাই’, ‘সাগরের প্রান্তরে’, ‘যত প্রেম’, ‘বন্ধ হয়ে গেছে’, ‘যদি দেখো’, ‘রিকশা’ ও ‘কিতা ভাইসাব’। গানগুলো নিয়ে শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান পার্থ বড়ুয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...