Ajker Patrika

বাঘারপাড়ার শরীফুল হত্যাকাণ্ড

খুলনা প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৩: ০৫
বাঘারপাড়ার শরীফুল হত্যাকাণ্ড

যশোরের বাঘারপাড়া উপজেলার আস্তায়খোলা গ্রামের মো: শরীফুল ইসলাম হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলায় পলাতক এক আসামিকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলায় বাকি ৬ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিভাগীয় (জেলা ও দায়রা) জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলন, জিয়াউর রহমান জিয়া (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক), আবদুল্লাহ (পলাতক), ইকবাল (পলাতক), আলম, কামাল ও নাঈম। এদের মধ্যে জিয়া ছাড়া বাকি সবাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার এজাহারে ২০১৫ সালের এ হত্যাকাণ্ডের বিষয়ে বলা হয়, ওই ৯ জুন সকালের দিকে এনামুল ও শরীফুল বাড়ির কাজ দেখাশোনা করার জন্য ধলগ্রামের দিকে যাচ্ছিলেন। তাদের কাছে নগদ এক লাখ ২৫ হাজার টাকা ছিল। পথিমধ্যে তকব্বর নামে এক আসামি তাদের গতিরোধ করে। পাশে অবস্থানরত অন্য দুর্বৃত্তরা এনামুল-শরীফুলকে জোর করে ওই আসামির বাড়ি নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এদের মধ্যে আস্তায়খোলা গ্রামের নাইম লোহার রড দিয়ে শরীফুলকে মাথার পেছনে পরপর কয়েকটি আঘাত করে। তাদের ডাক চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে আসলে তাদের ওপরও আক্রমণ করে দুর্বৃত্তরা। আসামিরা এনামুল ও শরীফুলের কাছ থেকে নগদ এক লাখ ২৫ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে জখম হওয়া দু’ জনকে যশোরের হাসপাতালে ভর্তি করা হয়। শরীফুলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার পরদিন চিকিৎসাধীন অবস্থায় শরীফুল মারা যান।

এ ব্যাপারে ঘটনার দিন নিহতের চাচাতো ভাই মো: শাহ আলম বাদী হয়ে ১২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ইকবাল হোসেন, আবদুল্লাহ, জিয়াউর রহমান, আলম, কামাল, আলম, রুবেল, আবু তালেব, আবু বক্কার, হাসমত, তকব্বর ও নাইম। মামলা দায়েরের পর পুলিশ তকব্বর ও নাইমকে রিমান্ডে নেয়। তারা দু’জন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং অন্য আসামিদের নাম জানায়।

এ হত্যাকাণ্ডের তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ ১২ জনকে আসামি করে ওই বছরের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত