Ajker Patrika

নৌকার সমর্থককে মারধর

সিলেট প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ২৩
নৌকার সমর্থককে মারধর

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের এক সমর্থককে মারধর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুরুজ আলী (৫৫) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল্লাহ ইসহাকের সমর্থক।

স্থানীয়রা জানান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুরুজ আলী নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক। গত মঙ্গলবার মধ্যরাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাঁকে পিটিয়ে আহত করা হয়। আহত সুরুজকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা সুরুজ আলীকে পিটিয়েছে তা জানাতে পারেননি তিনি। এমনকি পুলিশও এ তথ্য জানাতে পারেনি।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল্লাহ ইসহাক বলেন, সুরুজ আলী বাড়ি ফেরার পথে ২৫ / ৩০ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় এবং পিটিয়ে আহত করে। এ ছাড়া রাত ১২টায় প্রচারণা শেষে নৌকার ব্যানার সাঁটানো সিএনজি অটোরিকশা নিয়ে বাড়িতে ফেরার পথে হামলা ও ভাঙচুর করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ভোটের মাঠে ভয়ভীতি প্রদর্শন করতেই নৌকার সমর্থকের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত