Ajker Patrika

বাবা দিবসে বাপ্পার গান

বাবা দিবসে বাপ্পার গান

আজ রোববার বাবা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ‘পৃথিবীর আলো তুমি দেখিয়েছিলে, শিখিয়েছিলে কী কথা হয় বলতে, কীভাবে হয় চলতে। তোমার শিক্ষা ছিল ভালো মানুষ যেন হই, বাবা ও বাবা, তুমি ছিলে আমার কাছে একটি আদর্শ খোলা বই।’

এমন কথার গানে ফুটে উঠেছে বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান।‘আদর্শ খোলা বই’ শিরোনামের গানটি লিখেছেন কবীর বকুল। এ গানে বাপ্পা মজুমদার শুধু কণ্ঠই দেননি, সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। প্রদীপ ভট্টাচার্যের তত্ত্বাবধানে ইতিমধ্যে গানের ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। কোরিওগ্রাফি করেছেন মোফাস্সল হোসেন আলিফ। বাপ্পা মজুমদার জানিয়েছেন, রোববার রাত ১২টা থেকে আরটিভির পর্দায় ও চ্যানেলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাবে ‘আদর্শ খোলা বই’ গানটি।

বাবাকে নিয়ে আরেকটি গান প্রকাশ করছেন সংগীতশিল্পী রিয়াজ আহমেদ। ‘চোখ বুজে তুই খুঁজে নিস আমার এই অবয়ব, আমি যবে হারাব অসীমে, পিছে ফেলে সব কোলাহল’—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন রিয়াজ নিজেই। এতে রিয়াজের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাঁর মেয়ে সামসান রায়না। এবারই প্রথম তাঁরা একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন। আজ সন্ধ্যা ৬টায় আরএস সিগনেচারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

রিয়াজ আহমেদ কাজ করছেন গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক হিসেবে। গাইছেন স্পাইসি অপেরা ব্যান্ডে। আর রায়না ছোট থেকেই বেড়ে উঠেছেন সংগীতের পরিমণ্ডলে। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী রায়না এরই মধ্যে ছায়ানটে শেষ করেছেন চার বছরের রবীন্দ্রসংগীতের কোর্স। আসিফ আকবরের সঙ্গে ‘আয় খুকু আয়’ এবং সামিনা চৌধুরীর সঙ্গে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন তিনি। পেয়েছেন ট্রাব প্রমিজিং সিঙ্গার অ্যাওয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত