Ajker Patrika

ফটিকছড়িতে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

ফটিকছড়ি প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৬
ফটিকছড়িতে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ৮১ সদস্যের কমিটি অনুমোদন দেন।

এতে আহ্বায়ক হয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী ও সদস্যসচিব হয়েছেন মো. জহির আজম চৌধুরী। কমিটিতে উপজেলার ২ পৌরসভা ও ১৮ ইউনিয়নের নেতা-কর্মীদের স্থান দেওয়া হয়েছে।

জানতে চাইলে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নতুন কমিটির নেতারা আরও শক্তিশালী হয়ে মাঠে ময়দানে কাজ চালিয়ে যাবেন বলে আশা করছি।’

উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, ‘দলকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাব।’ এই কমিটি গঠনের মাধ্যমে দলের নেতা-কর্মীরা আরও চাঙা হবে বলেও আশা করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত