Ajker Patrika

বরকলে আইন শৃঙ্খলা সভা

বরকল (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ২০
বরকলে আইন শৃঙ্খলা সভা

রাঙামাটির বরকলে আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল রানার সভাপতিত্বে বরকল মডেল থানার প্রতিনিধি উপ পরিদর্শখ (এসআই) অভি গুপ্ত উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন, সমাজ সেবা কর্মকর্তা মো. বজলুল করিম, বরকল ৪৫ বিজিবির প্রতিনিধি নায়েব সুবেদার মো. ইসমাইল, ছোট হরিণা ১২ বিজিবি প্রতিনিধি সুবেদার মো. মাহফুজ সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, সারা দেশের ইউপি নির্বাচনের মধ্যে বরকলের ইউপি নির্বাচন খুবই প্রশংসনীয় নির্বাচন। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীদের ভূমিকা অতুলনীয়। এ জন্য আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে সাধুবাদ ও কৃতজ্ঞতা।

তারা আরও বলেন, বরকল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও চোরা চালান, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ সহ অন্যান্য ক্ষেত্রেও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটেনি। ভবিষ্যতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবা নিশ্চিত করে সকল উন্নয়নমূলক কার্যক্রম ও নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসা উচিৎ বলে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত