Ajker Patrika

‘লড়াইটা এবার আইনিভাবে হবে’

‘লড়াইটা এবার আইনিভাবে হবে’

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনা প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। জানা গেছে, ১৯ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। সেখান থেকে গতকাল তিনি বলেন, ‘আমি পালিয়ে যাইনি। সেই প্রয়োজনও আমার নেই। প্রয়োজনে আমি আবার দেশে আসব।’ রহমত উল্ল্যাহ আরও বলেন, ‘১৯ তারিখ আমি যে অস্ট্রেলিয়ায় ফিরব, শাকিব খানকে সেটা আগেই জানিয়েছিলাম।’

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ বলেন, ‘শাকিব খান বলছে, আমি পালিয়ে এসেছি। এগুলো হাস্যকর। আমি অস্ট্রেলিয়ার নাগরিক। ১৫ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলাম যে আমার হাতে সময় কম। অস্ট্রেলিয়ায় বেশ কিছু কাজ আছে। দ্রুত ফিরতে হবে। বিষয়টি শাকিব খান ও চলচ্চিত্রের বিভিন্ন সমিতির কাছেও বলেছি। আমি কাজের কারণেই এসেছি। কারও ভয়ে পালিয়ে আসিনি। আমি দেশ ছেড়েছি নিশ্চিত হবার পর শাকিব এখন নাটক করছে। সে যেহেতু আমাকে ভুয়া-মিথ্যাবাদী বলছে, তাই লড়াইটা এবার আইনিভাবে হবে।’

রহমত উল্ল্যাহ আরও বলেন, ‘শাকিব খানের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ এনেছি, সেগুলোর একটাও মিথ্যা নয়। শাকিবের যদি সৎ সাহস থাকত, আমার অভিযোগ করার দুই কার্যদিবসের মধ্যেই তিনি আইনগত ব্যবস্থা নিতেন। তা না করে তিনি আমার সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন। আমার প্রশ্ন, আমি প্রতারক হলে, ভুয়া প্রযোজক হলে শাকিব আমার সঙ্গে সমঝোতার জন্য বসেছিল কেন? অপু বিশ্বাসের মধ্যস্থতায় ১৬ মার্চ গুলশানের একটি রেস্তোরাঁয় শাকিব আমাকে লগ্নি করা অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। শাকিব ছাড়াও সেই আলোচনায় উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, অপু বিশ্বাস, শাকিব খানের চাচাতো ভাই মনিরসহ আরও একজন।’ রহমত উল্ল্যাহ জানান, পরবর্তী সময়ে তাঁদের আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি।

রহমত উল্ল্যাহগত শনিবার রাতে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। সেখানে তাঁর মামলা না নিয়ে আদালতের মামলা করার পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরদিন রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জানান শাকিব। একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পুলিশ সদর দপ্তরেও অভিযোগপত্র জমা দিতে পারেন শাকিব। তবে কবে, কখন তিনি জমা দেবেন, তা নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও চিত্রগ্রাহক সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন প্রযোজক রহমত উল্ল্যাহ। তিনি বলেন, ‘ছয় বছর ধরে নানাভাবে যোগাযোগে ব্যর্থ হয়ে একরকম নিরুপায় হয়ে আমি অভিযোগটি দিয়েছি। একটি সিনেমায় অর্থ লগ্নি করে যদি কোনো ব্যক্তির কারণে আমার সেই বিনিয়োগ নষ্ট হয়, তাহলে তাঁকে জিজ্ঞাসা করতে পারার নৈতিক এবং আইনি অধিকার আমার আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত