Ajker Patrika

কালভার্ট অকেজো ঘুরতে হচ্ছে ১০ কিমি

পাবনা ও চাটমোহর প্রতিনিধি
কালভার্ট অকেজো ঘুরতে হচ্ছে ১০ কিমি

দীর্ঘ ৬ বছর ধরে পাবনার চাটমোহর থেকে অষ্টমনিষা অভিমুখী পৈলানপুর এলাকার সড়কের একটি কালভার্ট অকেজো হয়ে পড়ে আছে। এ কারণে সড়কটিতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, প্রাইভেট কারসহ ভারী যানবাহনগুলোকে ১০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের জার্দিসমোড় থেকে অষ্টমনিষার দূরত্ব আনুমানিক ৯ কিলোমিটার। এ রাস্তার পৈলানপুর এলাকায় একটা কালভার্ট ছিল।

সেটি ভেঙে নড়বড়ে হওয়ায় প্রায় তিন বছর ভারী যানবাহন চলাচল বন্ধ থাকে। জীবনের ঝুঁকি নিয়ে এর ওপর দিয়েই এলাকার মানুষ তখন চলাচল করত।

এখন থেকে তিন বছর আগে কালভার্টটি ভেঙে যাওয়ায়, সেখানে কিছু ভাঙা ইট ফেলা হয়। কালভার্টের দুই পাশে খাল হওয়ায় কিছু ইট, রাবিশ স্থানচ্যুত হয়ে খালে চলে যায়। ফলে বড়াল নদের পানি বিলে প্রবেশ করাও বন্ধ হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাটমোহর থেকে অষ্টমনিষার দূরত্ব মাত্র ৯ কিলোমিটার হলেও মালবাহী ট্রাকসহ অন্যান্য বড় যানবাহন চালকদের ভাঙ্গুড়া উপজেলা সদর হয়ে চাটমোহর থেকে অষ্টমনিষা যেতে অথবা অষ্টমনিষা থেকে চাটমোহর আসতে অতিক্রম করতে হচ্ছে প্রায় ১৯ কিলোমিটারের পথ। প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে তাঁদের। এতে অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হচ্ছে যানবাহন চালকদের।

স্থানীয় পৈলানপুর গ্রামের বাসিন্দা শাজাহান আলী বলেন, বছর তিনেক আগে কালভার্ট অপসারণ করে চলাচলের জন্য সেখানে খোয়া ফেলা হয়। তার ওপর দিয়ে ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে প্রায়ই সেখানে ঘটছে দুর্ঘটনা।

অপর বাসিন্দা রেজাউল করিম বলেন, দীর্ঘদিন থেকে সড়কটির এই অবস্থা চললেও মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। সম্প্রতি এলাকাবাসী চাঁদা তুলে রাস্তা মেরামত করে কোনোরকমে চলাচল করছেন।

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলু বলেন, তিনি দুবার এই স্থানটি সংস্কার করেছেন।

উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে একটা প্রস্তাব পাঠানো হয়েছিল। সেখানে ২০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষে আগামী দু-তিন মাসের মধ্যেই সেতুর কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত