Ajker Patrika

শাকিব খানকে রহমত উল্ল্যাহর আইনি নোটিশ

শাকিব খানকে রহমত উল্ল্যাহর আইনি নোটিশ

আপত্তিকর মন্তব্যের জেরে প্রযোজক রহমত উল্ল্যাহর পক্ষে চিত্রনায়ক শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। তাঁর স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিব খানের ঠিকানায়।

নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাঁকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এমন আক্রমণাত্মক মন্তব্য করায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮-এর ২৫ ও ২৯ ধারা এবং দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রহমত। শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি।
নোটিশে আরও উল্লেখ আছে, ‘নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেওয়া আপনার মন্তব্য/বিবৃতিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মক্কেলের কাছ থেকে নির্দেশনা রয়েছে।’  

নোটিশটি শাকিব পেয়েছেন কি না জানতে ফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি শাকিব।  

তবে প্রযোজক রহমত উল্ল্যাহ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন শাকিব খান। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য দিতে চাই না।’

উল্লেখ্য, ১৫ মার্চ প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও চিত্রগ্রাহক সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে শুটিংয়ে সময় না দেওয়া, সহপ্রযোজককে ধর্ষণসহ একাধিক অভিযোগ জানান রহমত উল্ল্যাহ। ১৯ মার্চ রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাকিব লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। সেখান থেকে বের হয়ে শাকিব খান গণমাধ্যমের কাছে রহমত উল্ল্যাহকে বাটপার, প্রতারক ও ভুয়া বলে উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত