Ajker Patrika

৩ বছর ধরে সড়কে গর্ত

শেখ আবু হাসান, খুলনা
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৩: ০৩
৩ বছর ধরে সড়কে গর্ত

বেহাল সড়কের কারণে মহানগর খুলনাবাসীকে চরম ভোগান্তি আর কষ্ট সহ্য করতে হচ্ছে। বিশেষ করে খুলনা শহরে প্রবেশ ও বের হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে প্রায় অচল। এমনও সড়ক আছে যেখানে ৩ বছর ধরে গর্ত ও খানাখন্দ দেখা যাচ্ছে। এসব সড়কে যানবাহন ও পথচারী চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া প্রায় দিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এর ওপর টানা বৃষ্টিতে সড়ক গুলোর অবস্থা আরও নাজুক হয়েছে।

এদিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সড়ক সংস্কারের প্রকল্প হাতে নিয়েছে ৭ বছর আগে। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। তাদের এমন উদাসীনতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। জানা গেছে, জিরো পয়েন্ট থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে। কিন্তু কাজের গতি অতি মন্থর হওয়ায় যানবাহন চালক ও পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

যান চলাচলের অনুপযোগী ও অতি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে রয়েছে, জয় বাংলার মোড় থেকে এম এ বারী লিংক রোড হয়ে সোনাডাঙ্গা বাস টার্মিনালের মোড়, রূপসা সেতুর পশ্চিম পাশ থেকে শিপইয়ার্ড মোড়, মোস্তফার মোড় থেকে রায়ের মহল হয়ে বয়রা বাজার মোড়, শহর বাইপাস থেকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়ক। এসব প্রধান সড়কসহ নগরীর মধ্যে মজিদ সরণি, আহসান আহমেদ রোড, সামছুর রহমান রোড, স্যার ইকবাল রোড, বেনী বাবু রোডও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব সড়কের নিয়ন্ত্রক সংস্থাগুলো হচ্ছে, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও খুলনা সিটি করপোরেশন। গতকাল সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার এম এ বারী লিংক রোড, মোস্তফার মোড় থেকে বয়রা বাজার মোড় পর্যন্ত সড়ক, গল্লামারী থেকে ময়লাপোতা মোড় ও শিপইয়ার্ড রোডে সরেজমিনে গিয়ে দেখা যায়, জয় বাংলা মোড় থেকে ময়ূর ব্রিজ হয়ে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার এম এ বারী লিংক রোডে বড় বড় গর্ত আর ছোট-বড় জলাশয়ের সৃষ্টি হয়েছে।

এটি ছিল আন্তজেলার যোগাযোগের অন্যতম রুট। কিন্তু কোনো পরিবহন এই সড়ক ব্যবহার করতে পারছে না। অন্যান্য যানবাহন এই সড়ক এড়িয়ে চলছে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ৩ বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে।

সিটি বাইপাস থেকে শেখ আবু নাসের হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়কে গিয়ে দেখা যায়, সড়কের পাড় ধসে পড়ে আছে, বড় বড় গর্ত আর জলাশয়ে ভরা। এই সড়কে যানবাহন চলাচল করছে না। শিপইয়ার্ড এলাকার সড়কের অবস্থা আরও বেহাল দেখা যায়। গত দু বছর সড়কটি সংস্কার করা হয়নি। সড়কে বড় গর্তগুলো এখন জলাশয়ে পরিণত হয়েছে। জানা গেছে, ৭ বছর আগে সড়কটি সংস্কারে প্রায় ২৫৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু এখনো কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

সড়কগুলোর বেহালদশা ও সংস্কারের বিষয়ে জানতে চাইলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সাবিরুল আলম আজকের পত্রিকাকে জানান, শিপইয়ার্ড সড়ক সংস্কারে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারি ক্রয় কমিটিতে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। শেখ আবু নাসের হাসপাতাল সংযোগ সড়কটির সংস্কারের বিষয়ে এখনো কোনো কিছু হয়নি বলে তিনি জানান। জয় বাংলা মোড় থেকে ময়ূর ব্রিজ পর্যন্ত সড়কটি এলজিইডির। বাকি অংশ ময়ূর ব্রিজ থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত কেসিসির। এলজিইডির অংশে শিগগির কাজ শুরু হবে বলে জানা গেছে। কেসিসির অংশ এম এ বারী লিংক রোডের বিষয়ে কেসিসির নির্বাহী প্রকৌশলী মসিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিগগির ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে। চার লেনে উন্নীত করা সড়ক সম্পর্কে সওজের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, বর্ষা এবং বৈদ্যুতিক খুঁটি অপসারণে দেরি হওয়ায় তারা কিছুটা পিছিয়ে পড়েছে। তবে বর্তমানে কাজে গতি আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত