Ajker Patrika

কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৪৩
কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে

রাজবাড়ীর গোয়ালন্দে এক প্রতিবন্ধীর ১৫ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে দখল ও আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহিন মোল্লার বিরুদ্ধে। গতকাল সোমবার এর প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন প্রতিবন্ধী ওমর আলী মল্লিকসহ স্থানীয়রা।

প্রতিবন্ধী ওমর আলী মল্লিক বলেন, পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের মল্লিকপাড়ায় আমার ১৫ শতাংশ জমি আছে। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে সীমানা নির্ধারণী বিরোধ ছিল। এর সমাধানের জন্য পৌর কাউন্সিলর শাহিন মোল্লার কাছে যাই। তিনি জমি তাঁর কাছে বিক্রি করতে বলেন। ঝামেলা এড়াতে জমিটি বিক্রির সিদ্ধান্ত নিলে তিনি জমিটি ১ লাখ ৫০ হাজার টাকা শতাংশ হারে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা দাম নির্ধারণ করেন। বায়নানামা করে ১ লাখ টাকা দেন। বাকি টাকা অন্যত্র বিক্রি করে দেবেন এ আশ্বাসে সাবরেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখককে দিয়ে প্রতারণার মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করিয়ে নেন এবং কিছুদিন পরে ওই জমি অন্যত্র ২০ লাখ টাকায় বিক্রি করেন। বাকি টাকা চাইলে আমাকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। বাধ্য হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের শরণাপন্ন হই। পরে সংবাদ সম্মেলনও করি।

অভিযুক্ত শাহিন মোল্লা বলেন, ওমর আলীর ১৫ শতাংশ জমির মধ্যে ৫ থেকে ৬ শতাংশ জমি দখলে রয়েছে। বাকি জমির দখলজনিত সমস্যার কারণে তিনি অন্তত ১৫ দিন ঘুরে আমাকে পাওয়ার অব অ্যাটর্নি দেন। পরে জমির দাম সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করে নগদ ১ লাখ টাকা এবং আড়াই লাখ টাকার একটি চেক দিই। অথচ গত পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে আমার প্রতিপক্ষ তাঁকে দিয়ে আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত