Ajker Patrika

উদ্বোধনের অপেক্ষায় খানসামা হাসপাতাল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ৫৩
উদ্বোধনের অপেক্ষায় খানসামা হাসপাতাল

উদ্বোধন হতে যাচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলা সদরে নির্মিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এটি চালু হলে সেবা পাবে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লাখো মানুষ।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পাকেরহাটে অবস্থিত। উপজেলা সদর থেকে পাকেরহাটের দূরত্ব ১০ কিলোমিটার। আর জেলা সদরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

উপজেলা স্বাস্থ্য বিভাগরে তথ্য মতে, হাসপাতালটি নির্মাণ শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তরের এক বছর হলেও প্রশাসনিক অনুমোদন পেয়েছে মাস দু-এক আগে। আধুনিক ভবনটি চালু করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় আসবাবপত্র ও মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। তবে এখনো জনবল ও আর্থিক বরাদ্দ না পাওয়ায় হাসপাতালটির কার্যক্রম শুরু করা যায়নি।

তবে স্থানীয় সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় সীমিত পরিসরে এই হাসপাতাল চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্য নিয়েই ১৫ নভেম্বর খানসামা সদরে নির্মিত হাসপাতালটির সেবা কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে একজন মেডিকেল কর্মকর্তা ও একজন সহকারী মেডিকেল কর্মকর্তা আউটডোরে চিকিৎসা সেবা প্রদান করবেন। এ ছাড়া গর্ভবতী মায়েদের সুচিকিৎসার জন্য একজন মিডওয়াইফ সেবা দেবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সীমিত পরিসরে সেবা কার্যক্রম শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত