Ajker Patrika

থ্রি-হুইলার বন্ধে অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ২৮
থ্রি-হুইলার বন্ধে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় থ্রি হুইলার চলাচল বন্ধে অভিযানে নেমেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ এই অভিযান পরিচালনা করে খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিজয়নগর উপজেলার সাতবর্গ পর্যন্ত ৩৩ কিলোমিটার অংশ পড়েছে ঢাকা-সিলেট মহাসড়কের। অন্যদিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক খাঁটি হাতা বিশ্বরোড মোড় থেকে কসবা উপজেলার কুটি চৌমুহনী কালামোড়া সেতু পর্যন্ত ৪৩ কিলোমিটার খাঁটি হাতা হাইওয়ে থানার অধীনে। এর মধ্যে সরাইল নাসিরনগর উপজেলার যাত্রীদের সুবিধার্থে মহাসড়কের কুট্টাপাড়া মোড় থেকে খাঁটিহাতা মোড় পর্যন্ত থ্রি-হুইলার চলার অনুমোদন রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলমের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কে উঠলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে। পরে সড়ক পরিবহন আইন অনুসারে এসব গাড়িকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে মামলা দেওয়া হয়।

এই ব্যাপারে খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের নিয়মিত অভিযান পরিচালনা করছি। মঙ্গলবার বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে ১০টি নছিমন ভটভটি ও ১৫টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত