নারায়ণগঞ্জ প্রতিনিধি
রমজান সামনে রেখে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের বাজারে দাম কেবল বাড়ছে। নিম্ন আয়ের মানুষ দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে প্রতিনিয়ত। মধ্যবিত্তরাও দাম সামলাতে হিমশিম খাচ্ছেন বাজারে গিয়ে। এমন পরিস্থিতিতে বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে নিত্যপণ্যের দাম কমাতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সমস্যা সমাধানে ভোক্তা অধিকার দিবসে বিভিন্ন পর্যায়ের দোকানি ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার দিবসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মুখোমুখি হন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এদিন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীদের নানা নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। যাঁরা অনৈতিকভাবে মুনাফা অর্জনের জন্য দাম বাড়াবেন কিংবা সিন্ডিকেটে যুক্ত হবেন তাঁদের জন্য সাজার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, রমজান সামনে রেখে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের বাড়তি দাম। তবে মাছ-মাংসের বদলে চাপ বেড়েছে ডাল ও ডিমের বাজারে। নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও আগের চেয়ে নিত্যপণ্য কম কিনছেন।
শহরের দ্বিগু বাবুর বাজারের এক মাংসবিক্রেতা বলেন, ‘আগের চেয়ে মাংস বিক্রি কমে গেছে। আগে প্রতিদিন একটা গরু জবাই দেওয়া লাগত। এখন একটা গরু তিনজন ভাগ করে জবাই দিই। তাও মাংস শেষ হয় না রাত পর্যন্ত।’
একই অবস্থা মাছের ক্ষেত্রেও। বিক্রেতারা বলছেন, দামি ও আকারে বড় মাছগুলোর বিক্রি অনেক কমে গেছে। যাঁরা নিয়মিত ক্রেতা ছিলেন তাঁরাও দুই-তিন দিন পরপর এসে মাছ কিনছেন। তবে বিক্রেতারা জানান, আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে। এ ছাড়া পরিবহন খরচসহ আনুষঙ্গিক মিলিয়ে সব দিক থেকেই বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে মঙ্গলবার ভোক্তা অধিকার দিবসে ব্যবসায়ীদের ডাকেন জেলা প্রশাসক। উদ্দেশ্য রমজানে কেউ যেন অনৈতিক পন্থায় পণ্যের দাম বেশি না নেন। বেশি নিলে এর পরিণতি ভালো হবে না সেই বার্তাও দেওয়া হয় ভিন্ন আঙ্গিকে। এ ছাড়া বাজারের ওপর নজর রাখার বিষয়টিও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হবে।
গতকাল সকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘ভোক্তা অধিকার আইন ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্যই প্রণয়ন করা হয়েছে। ব্যবসায়ীদের আমরা ভালো হিসেবেই বিবেচনা করতে চাই। কিন্তু ব্যবসায়ীদের মধ্যেও খারাপ মানুষ নেই তা বলা যায় না। অনেক ব্যবসায়ী প্রতারণার আশ্রয় নেন। এসব প্রতারককে মনে করিয়ে দিতে চাই, প্রশাসন এখন সক্রিয় আছে। আমরা সম্মিলিতভাবে প্রতারণার হাত থেকে ভোক্তাদের রক্ষায় সব রকম দায়িত্ব নেব। মানুষ যদি প্রতারণার শিকার হয় তাহলে যেন আমাদের জানাতে পারে, সে জন্য সচেতনতা বৃদ্ধি করা হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, অনেক ভোক্তাই আইন সম্পর্কে অবগত নন। এ জন্য এসি রুমে বসে কেবল আলোচনা করলে হবে না। ভোক্তা অধিকার অধিদপ্তরকে সবার মাঝে গিয়ে সচেতনতামূলক সভা ও প্রচার-প্রচারণা চালাতে হবে। এ ছাড়া বাজারে দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, কোনো ব্যবসায়ী যেন অনৈতিকভাবে পণ্যের দাম বেশি নিতে না পারেন, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। নির্দেশনার পরও কোনো ব্যবসায়ী বেশি টাকা নিলে তাঁকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্যবসায়ী নেতা আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মোকাম বলা হয় নিতাইগঞ্জকে। কিন্তু এখন এখানে স্টক করার সুযোগ আগের চেয়ে কমে এসেছে। মূলত একটি পণ্যের দাম বাড়লে সবগুলোতে প্রভাব পড়ে। তবে আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোম্পানি থেকে পণ্য সরবরাহে বিলম্ব দেখতে পাই। এই সমস্যা সমাধান হলে এতটা প্রভাব পড়ত না। আর যেসব ব্যবসায়ী স্টক করে দাম বাড়ান তাঁদের বিরুদ্ধে অভিযান আমরাও চাই। প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।’
রমজান সামনে রেখে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের বাজারে দাম কেবল বাড়ছে। নিম্ন আয়ের মানুষ দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে প্রতিনিয়ত। মধ্যবিত্তরাও দাম সামলাতে হিমশিম খাচ্ছেন বাজারে গিয়ে। এমন পরিস্থিতিতে বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে নিত্যপণ্যের দাম কমাতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সমস্যা সমাধানে ভোক্তা অধিকার দিবসে বিভিন্ন পর্যায়ের দোকানি ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার দিবসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মুখোমুখি হন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এদিন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীদের নানা নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। যাঁরা অনৈতিকভাবে মুনাফা অর্জনের জন্য দাম বাড়াবেন কিংবা সিন্ডিকেটে যুক্ত হবেন তাঁদের জন্য সাজার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, রমজান সামনে রেখে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের বাড়তি দাম। তবে মাছ-মাংসের বদলে চাপ বেড়েছে ডাল ও ডিমের বাজারে। নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও আগের চেয়ে নিত্যপণ্য কম কিনছেন।
শহরের দ্বিগু বাবুর বাজারের এক মাংসবিক্রেতা বলেন, ‘আগের চেয়ে মাংস বিক্রি কমে গেছে। আগে প্রতিদিন একটা গরু জবাই দেওয়া লাগত। এখন একটা গরু তিনজন ভাগ করে জবাই দিই। তাও মাংস শেষ হয় না রাত পর্যন্ত।’
একই অবস্থা মাছের ক্ষেত্রেও। বিক্রেতারা বলছেন, দামি ও আকারে বড় মাছগুলোর বিক্রি অনেক কমে গেছে। যাঁরা নিয়মিত ক্রেতা ছিলেন তাঁরাও দুই-তিন দিন পরপর এসে মাছ কিনছেন। তবে বিক্রেতারা জানান, আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে। এ ছাড়া পরিবহন খরচসহ আনুষঙ্গিক মিলিয়ে সব দিক থেকেই বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে মঙ্গলবার ভোক্তা অধিকার দিবসে ব্যবসায়ীদের ডাকেন জেলা প্রশাসক। উদ্দেশ্য রমজানে কেউ যেন অনৈতিক পন্থায় পণ্যের দাম বেশি না নেন। বেশি নিলে এর পরিণতি ভালো হবে না সেই বার্তাও দেওয়া হয় ভিন্ন আঙ্গিকে। এ ছাড়া বাজারের ওপর নজর রাখার বিষয়টিও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হবে।
গতকাল সকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘ভোক্তা অধিকার আইন ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্যই প্রণয়ন করা হয়েছে। ব্যবসায়ীদের আমরা ভালো হিসেবেই বিবেচনা করতে চাই। কিন্তু ব্যবসায়ীদের মধ্যেও খারাপ মানুষ নেই তা বলা যায় না। অনেক ব্যবসায়ী প্রতারণার আশ্রয় নেন। এসব প্রতারককে মনে করিয়ে দিতে চাই, প্রশাসন এখন সক্রিয় আছে। আমরা সম্মিলিতভাবে প্রতারণার হাত থেকে ভোক্তাদের রক্ষায় সব রকম দায়িত্ব নেব। মানুষ যদি প্রতারণার শিকার হয় তাহলে যেন আমাদের জানাতে পারে, সে জন্য সচেতনতা বৃদ্ধি করা হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, অনেক ভোক্তাই আইন সম্পর্কে অবগত নন। এ জন্য এসি রুমে বসে কেবল আলোচনা করলে হবে না। ভোক্তা অধিকার অধিদপ্তরকে সবার মাঝে গিয়ে সচেতনতামূলক সভা ও প্রচার-প্রচারণা চালাতে হবে। এ ছাড়া বাজারে দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, কোনো ব্যবসায়ী যেন অনৈতিকভাবে পণ্যের দাম বেশি নিতে না পারেন, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। নির্দেশনার পরও কোনো ব্যবসায়ী বেশি টাকা নিলে তাঁকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্যবসায়ী নেতা আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মোকাম বলা হয় নিতাইগঞ্জকে। কিন্তু এখন এখানে স্টক করার সুযোগ আগের চেয়ে কমে এসেছে। মূলত একটি পণ্যের দাম বাড়লে সবগুলোতে প্রভাব পড়ে। তবে আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোম্পানি থেকে পণ্য সরবরাহে বিলম্ব দেখতে পাই। এই সমস্যা সমাধান হলে এতটা প্রভাব পড়ত না। আর যেসব ব্যবসায়ী স্টক করে দাম বাড়ান তাঁদের বিরুদ্ধে অভিযান আমরাও চাই। প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪