Ajker Patrika

শব্দের আড়ালে গল্প: ‘থ’ হয়ে পড়া

রাজীব কুমার সাহা
শব্দের আড়ালে গল্প: ‘থ’ হয়ে পড়া

আমাদের দৈনন্দিন কথাবার্তায় পরিস্থিতির প্রসঙ্গ অনুসারে প্রায়ই বলি, ‘তোমার কথা শুনে আমি “থ” হয়ে গেলাম।’ এই ‘থ হওয়া’ মানে কী? ‘থ’ তো বাংলা ব্যঞ্জনবর্ণের একটি বর্ণ। আমি বা আমরা ‘থ’ হই কেন? ব্যঞ্জনবর্ণের অন্য কোনো বর্ণ কেন নয়? তবে চলুন জেনে নিই কেন বা কী প্রসঙ্গে এই ‘থ’ হওয়া।

‘থ’ বাংলা বর্ণমালার সতেরোতম ব্যঞ্জনবর্ণ এবং দন্ত দ্বারা উচ্চার্য ‘ত’-এর অঘোষ মহাপ্রাণ ধ্বনির দ্যোতক। শুরুতেই বলে নেওয়া ভালো, আমরা যখন কোনো প্রসঙ্গে ‘থ হই’, সেটি এই বর্ণমালার ‘থ’ নয়। ব্যঞ্জনবর্ণের অর্থটির পাশাপাশি ‘থ’ শব্দের আরেকটি অর্থ হলো পর্বত।

যেটি এসেছে সংস্কৃত ‘স্থির’ শব্দ থেকে। পর্বত অর্থে ‘থ’ শব্দের ব্যবহার অন্ত্য মধ্যযুগের বাংলা কবিতায় পরিলক্ষিত হলেও তারপর এর দেখা আর তেমনভাবে পাওয়া যায়নি। এরপর থেকে শুরু হয় ‘থ’ শব্দের আলংকারিক বা উপমাঘটিত প্রয়োগ। প্রয়োগ বাক্যসহ ‘থ’ শব্দের কয়েকটি অর্থ উল্লেখ করে এর অর্থটি পরিষ্কার করছি। ‘থ’ শব্দের অর্থ ১. হতভম্ব, অভিভূত, কিংকর্তব্যবিমূঢ় (‘কিন্তু তার পরের অবস্থা দেখে সে থ’, সৈয়দ মুজতবা আলী); ২. নির্বাক, স্তম্ভিত (‘কাল ওস্তাদের হাতে সঁপে দিয়ে সে থ’, শওকত ওসমান); ৩. বিস্মিত; অপ্রতিভ (‘ওকে ধমকিয়ে থ বানিয়ে দাও’-সদ); ৪. পাষাণ; পর্বত; অচল (‘থকারে পাথর তুমি থকারের মেয়ে’, ভারতচন্দ্র রায়গুণাকর) প্রভৃতি।

মূলত এই চার নম্বর অর্থটির আলংকারিক প্রয়োগ থেকেই ঘটনাচক্রে আমরা ‘থ’ হওয়া শিখি। ‘থ’ বা পর্বত যেমন নিশ্চল-নীরব হয়ে থাকে, তার এ ভাবটিই আমরা গ্রহণ করেছি পরিস্থিতির প্রসঙ্গ অনুসারে যখন আমাদের মুখে সংশ্লিষ্ট প্রসঙ্গে আর কোনো কথা আসে না, আমরা হয়ে পড়ি পর্বতের মতো মৌন ও স্থির।

লেখক: আভিধানিক ও প্রাবন্ধিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

কবরস্থানে রেখে যাওয়া নবজাতক হঠাৎ নড়ে উঠল, হাসপাতালে ভর্তি

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, স্ক্রিনশট দিয়ে ব্যানার কলেজ গেটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত