Ajker Patrika

রাস্তার পাশে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীনের

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ২২
রাস্তার পাশে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীনের

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা এলাকায় গত রোববার রাত পৌনে দুইটার দিকে রাস্তার পাশে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দিলে, পুলিশ এসে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ছেলে শিশুটি এখন এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর হেফাজতে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হাসান আল তুরাবী আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত দুইটার দিকে প্রসূতি ও নবজাতককে হাসপাতালে আনা হয়। প্রসূতির অবস্থা তেমন ভালো ছিল না। নবজাতকটিও বেশ দুর্বল ছিল। আমরা চিকিৎসা দিয়ে তাঁদের সুস্থ করি। এখন দুজনই ভালো আছে।’

এদিকে প্রশাসনের অনুমতি নিয়ে নবজাতকটির সেবার দায়িত্ব নিয়েছেন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী লাইজু আক্তার।

জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘ওই নারী তাঁর বাচ্চার কাছে আসছেন না। বারবার হাসপাতাল থেকে চলে যেতে চাইছেন। তাই প্রশাসনের অনুমতি নিয়ে শিশুটিকে আমার বাসায় নিয়ে এসেছি।’

লাইজু আক্তার বলেন, ‘আমার দুটি মেয়ে আছে। বাচ্চাটিকে কোলে নিয়ে মনে হচ্ছে এটিও আমার সন্তান। আমার ননদের জন্য শিশুটিকে দত্তক নিতে চাই। তার কোনো সন্তান নাই। এ জন্য সব আইনি নিয়ম মেনেই আবেদন করব। এ ছেলে শিশুটিকে কোলে পেয়েই খুব আনন্দ লাগছে।’

জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক কামরুজ্জামান খান বলেন, নবজাতক ও তাঁর মায়ের বিষয়ে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মা ও শিশুর সার্বিক মঙ্গলের বিষয়টিকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত