আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি কমলেও গোখাদ্যের সংকট তীব্র হয়ে উঠেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা রোগবালাই। এতে করে গরু-ছাগল নিয়ে ভোগান্তিতে পড়েছেন তিস্তাপাড়ের সাধারণ কৃষক ও খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান বন্যায় ছয় ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে ৫ হাজার ৩৪০টি গরু, ৫২টি মহিষ, ৫ হাজার ১৫০টি ছাগল, ৩৩৫টি ভেড়া এবং ১৮ হাজার ৫০টির মতো হাঁস ও মুরগি।
পানিবন্দী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। সেখানে কেউ কেউ পলিথিন আবার কেউ টিনের অস্থায়ী চালা তৈরি করে গরু, মহিষ, ছাগল, ভেড়া রেখেছেন।
ইচলি গ্রামের রত্না রানী জানান, ঘরের মধ্যে পানি চলে আসায় গরু-ছাগল নিয়ে গত ১০ দিন ধরে বিপাকে পড়েছেন। গরুর খাবার জন্য রাখা খড় পানিতে ডুবে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। বর্তমানে ঘরে কোনো টাকা-পয়সা নেই যে গরুকে খাবার কিনে খাওয়াবেন। নদীর চরগুলা যদি পানিতে ডুবে না যেত তাহলে আর গরুর খাবারের কষ্ট হতো না বলে উল্লেখ করেন তিনি।
শংকরদহ গ্রামের মোমেনা খাতুন চারটি গরু পালছেন। ধানগাছের খড় পচে যাওয়ার পর গরুগুলোকে কয়েক দিন বাদামগাছ কেটে কেটে খাইয়েছেন। এখন সেই বাদামের গাছও নেই। পানিতে তলিয়ে যাওয়া চরগুলো থেকে ঘাসও কেটে আনতে পারছেন না। সব মিলিয়ে গরুগুলো নিয়ে খুব বিপদে আছেন বলে জানান।
একই কথা বলেন পশ্চিম ইচলি গ্রামের উদয় রায়। তিনি সাতটি গরুর মালিক। খাবারের অভাবের পাশাপাশি তাঁর গরুগুলো নানা রোগেও আক্রান্ত হচ্ছে।
উদয় বলেন, ‘গরু সাতটাক খাওয়াইতে কী কম লাগে? বন্যা না থাকলে গরুগুলাক নিয়া কষ্টোত পরাও লাগিল না হয়। প্রতিদিন গরুগুলাকে খাওয়াইতে ৪০০ থেকে ৫০০ টাকা লাগে। প্রতিদিন এত টাকা কই পাই? নদীত পানি না থাকলে গরুগুলা ধরি এত কষ্টও হইলো না হয়। কয়েকটা গরু পানিতে ভিজার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত। এ সময় গরুর চিকিৎসা করাই কেমন করি? গরুগুলাক খাওয়াইয়ে বা কেমন করি। সরকার যদি এই সময় খাবারের ব্যবস্থা করি দিলে খুব ভালো হতো। মানুষ না খেয়া থাকা যায়, পশুপাখিকে কি না খেয়া রাখা যায়?’
ছাগলের জন্য কলাপাতা সংগ্রহ করা শামসুল হুদা বলেন, বাবা কী আর করমো দুঃখের কথা। দুটা ছাগল আছে, তারে খাবার জোগাড় করবার পাংচোল না। কলাগাছের ভুড়াত করি কলাপাতা কাটি আনি খাওয়াইচোল।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, যাদের বাড়িতে ঘোড়া আছে তাঁদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বস্তা করে ফিড দেওয়া হয়েছে। আর বন্যাকবলিত এলাকার গরু-ছাগলের সংখ্যা হিসাব করে পাঠানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুল করিম বলেন, ‘আমরা বন্যাকবলিত এলাকার গরু, ছাগল, মহিষ, ভেড়ার তালিকা করে জেলা অফিসে পাঠিয়েছি। বন্যাকবলিত এলাকাগুলোতে আমাদের অফিস থেকে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিক ফ্রি চিকিৎসা দিচ্ছেন।’
গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি কমলেও গোখাদ্যের সংকট তীব্র হয়ে উঠেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা রোগবালাই। এতে করে গরু-ছাগল নিয়ে ভোগান্তিতে পড়েছেন তিস্তাপাড়ের সাধারণ কৃষক ও খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান বন্যায় ছয় ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে ৫ হাজার ৩৪০টি গরু, ৫২টি মহিষ, ৫ হাজার ১৫০টি ছাগল, ৩৩৫টি ভেড়া এবং ১৮ হাজার ৫০টির মতো হাঁস ও মুরগি।
পানিবন্দী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। সেখানে কেউ কেউ পলিথিন আবার কেউ টিনের অস্থায়ী চালা তৈরি করে গরু, মহিষ, ছাগল, ভেড়া রেখেছেন।
ইচলি গ্রামের রত্না রানী জানান, ঘরের মধ্যে পানি চলে আসায় গরু-ছাগল নিয়ে গত ১০ দিন ধরে বিপাকে পড়েছেন। গরুর খাবার জন্য রাখা খড় পানিতে ডুবে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। বর্তমানে ঘরে কোনো টাকা-পয়সা নেই যে গরুকে খাবার কিনে খাওয়াবেন। নদীর চরগুলা যদি পানিতে ডুবে না যেত তাহলে আর গরুর খাবারের কষ্ট হতো না বলে উল্লেখ করেন তিনি।
শংকরদহ গ্রামের মোমেনা খাতুন চারটি গরু পালছেন। ধানগাছের খড় পচে যাওয়ার পর গরুগুলোকে কয়েক দিন বাদামগাছ কেটে কেটে খাইয়েছেন। এখন সেই বাদামের গাছও নেই। পানিতে তলিয়ে যাওয়া চরগুলো থেকে ঘাসও কেটে আনতে পারছেন না। সব মিলিয়ে গরুগুলো নিয়ে খুব বিপদে আছেন বলে জানান।
একই কথা বলেন পশ্চিম ইচলি গ্রামের উদয় রায়। তিনি সাতটি গরুর মালিক। খাবারের অভাবের পাশাপাশি তাঁর গরুগুলো নানা রোগেও আক্রান্ত হচ্ছে।
উদয় বলেন, ‘গরু সাতটাক খাওয়াইতে কী কম লাগে? বন্যা না থাকলে গরুগুলাক নিয়া কষ্টোত পরাও লাগিল না হয়। প্রতিদিন গরুগুলাকে খাওয়াইতে ৪০০ থেকে ৫০০ টাকা লাগে। প্রতিদিন এত টাকা কই পাই? নদীত পানি না থাকলে গরুগুলা ধরি এত কষ্টও হইলো না হয়। কয়েকটা গরু পানিতে ভিজার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত। এ সময় গরুর চিকিৎসা করাই কেমন করি? গরুগুলাক খাওয়াইয়ে বা কেমন করি। সরকার যদি এই সময় খাবারের ব্যবস্থা করি দিলে খুব ভালো হতো। মানুষ না খেয়া থাকা যায়, পশুপাখিকে কি না খেয়া রাখা যায়?’
ছাগলের জন্য কলাপাতা সংগ্রহ করা শামসুল হুদা বলেন, বাবা কী আর করমো দুঃখের কথা। দুটা ছাগল আছে, তারে খাবার জোগাড় করবার পাংচোল না। কলাগাছের ভুড়াত করি কলাপাতা কাটি আনি খাওয়াইচোল।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, যাদের বাড়িতে ঘোড়া আছে তাঁদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বস্তা করে ফিড দেওয়া হয়েছে। আর বন্যাকবলিত এলাকার গরু-ছাগলের সংখ্যা হিসাব করে পাঠানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুল করিম বলেন, ‘আমরা বন্যাকবলিত এলাকার গরু, ছাগল, মহিষ, ভেড়ার তালিকা করে জেলা অফিসে পাঠিয়েছি। বন্যাকবলিত এলাকাগুলোতে আমাদের অফিস থেকে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিক ফ্রি চিকিৎসা দিচ্ছেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫