Ajker Patrika

কোটচাঁদপুরে পাঁচ ইউপিতে নৌকা চান ৩০ জন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২: ০২
কোটচাঁদপুরে পাঁচ ইউপিতে নৌকা চান ৩০ জন

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে ৫ ইউনিয়ন থেকে লড়ছেন আওয়ামী লীগের ৩০ নেতা। অব্যাহত রেখেছেন শোডাউন ও গণসংযোগ। ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁরা।

কোটচাঁদপুর উপজেলা ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ৯৭৮ জন। আর মহিলা ভোটার ৫০ হাজার ৬৫০ জন।

সম্প্রতি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর এ উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন হবে। প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে শোডাউন ও নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন।

নৌকার মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা হলেন ১ নম্বর ইউপিতে নওশের আলী নাসির, কায়দার রহমান, তাফসিরুজ্জামান তপন, অহেদ আলী ও হিরণ খান।

২ নম্বর দোড়া ইউপিতে কাবিল উদ্দিন বিশ্বাস, আজগর আলী, আবদুল মালেক, আশরাফুল আলম, শামীম আরা হ্যাপি, আবদুল জলিল বিশ্বাস ও জাহিদুর রহমান চাঁদ।

৩ নম্বর কুশনা ইউপিতে আবদুল হান্নান, রবিউল ইসলাম, গোলাম কিবরিয়া বিপ্লব, আবদুর রশিদ, মোহাম্মদ আলী, আতিয়ার রহমান ও রওশন আলী।

৪ নম্বর বলুহর ইউপিতে আবদুল মতিন, লুৎফর রহমান, নজরুল ইসলাম, রফিউদ্দিন মল্লিক, শাহাজান আলী ও সফিকুর রহমান।

৫ নম্বর এলাঙ্গী ইউপিতে মিজানুর রহমান, মজনুর রহমান, হুমায়ুন কবির লতা, বদিরুদোজা লাবু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আশরাফুল ইসলাম।

এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত