Ajker Patrika

শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৭
শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এর আগে দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘আপনারা আজ নির্বাচিত হয়ে এসেছেন। জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে। নিজ নিজ এলাকায় উন্নয়নকাজ যথাযথভাবে হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরও উন্নয়ন করা যায়, সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা, চড়াই-উতরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।’

ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠানে ইউএনও শামীম ভূঁইয়া বলেন, ‘আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন নিষ্ঠার সঙ্গে। আপনারা জনগণের একেবারে কাছে থাকার সুযোগ পান। আপনাদেরকে জনগণের সেবা দিতে হবে। এ চেয়ারটাকে ক্ষমতা মনে করবেন না। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত