Ajker Patrika

পার্বতীপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ০২
পার্বতীপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় দিনাজপুরের পার্বতীপুর পৌর সভায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ইব্রাহিম খান। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাস্তবায়িত দুটি প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, স্থানীয় সরকার বিভাগ রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোশারফ হোসেন সমাজ ও পৌর কাউন্সিলররা ছাড়াও পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন, বাস্তবায়িত দুটি প্রকল্পই পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড অতিক্রম করে পার্শ্ববর্তী তিলাই নদীতে গিয়ে পড়েছে। এর ফলে বিশেষ করে বর্ষাকালে পার্বতীপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত