Ajker Patrika

আ.লীগের সম্মেলন ২৯ সেপ্টেম্বর

প্রতিনিধি,ঈশ্বরদী (পাবনা) 
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১০
আ.লীগের সম্মেলন ২৯ সেপ্টেম্বর

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ২৯ সেপ্টেম্বর। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পাবনা জেলা আওয়ামী লীগের বৈঠকে সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ খোন্দকার গোলাম ফারুক প্রিন্স মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলা কমিটির নেতাদের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। এ বৈঠকেই ঈশ্বরদী আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়।

বৈঠকে উপস্থিত এস এম কামাল গতকাল বুধবার জানান, ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদীর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নিরপেক্ষভাবে ঈশ্বরদীর এই সম্মেলন হবে। কেন্দ্রীয় ও জেলার নেতারা এতে অংশ নেবেন। সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে প্রধান অতিথি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত