Ajker Patrika

ববির নতুন অভিজ্ঞতা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৯: ০৭
ববির নতুন অভিজ্ঞতা

বাণিজ্যিক সিনেমার অন্যতম আকর্ষণ আইটেম গান। এসব গান নিয়ে নির্মাতাদের বিশেষ পরিকল্পনা থাকে। ঢাকাই সিনেমায় অনেক শিল্পী আইটেম গানে পারফর্ম করে ব্যাপক পরিচিতি পেয়েছেন।  কখনো সিনেমার অভিনয়শিল্পীরা এসব গানে পারফর্ম করেন, আবার কখনো এমন হয়—শুধু একটি আইটেম গানে নাচার জন্য হাজির হন জনপ্রিয় কোনো শিল্পী। এমন এক ভূমিকায় এবার দেখা যাবে ববিকে।

মডেল হিসেবে যাত্রা শুরু করা ইয়ামিন হক ববি পরবর্তী সময়ে থিতু হয়েছেন বড় পর্দায়। সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও। এবার এই অভিনেত্রী হাজির হচ্ছেন আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম-২’ সিনেমার আইটেম গার্ল হিসেবে। এ প্রসঙ্গে ববি বলেন, ‘আইটেম গানে আগেও পারফর্ম করেছি। তবে এবার বিষয়টা ভিন্ন। এবারই প্রথম অন্যের অভিনীত সিনেমার গানে পারফর্ম করব।’ মানে সিনেমাটিতে ববি অভিনয়ে নেই, শুধু একটি বিশেষ গানে দেখা যাবে তাঁকে। জানা গেছে, গতকাল থেকে গানটির শুটিংয়ে অংশ নিচ্ছেন ববি।

অনেক দিন বড় পর্দায় তাঁর অভিনীত সিনেমা মুক্তি না পেলেও একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন ববি। চলতি মাসের শেষ দিকে শুরু করবেন সৈকত নাসিরের পরিচালনায় ‘বারুদ’ সিনেমার কাজ। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন দীপ্ত প্লের একটি ওয়েব ফিল্মে, পরিচালনা করবেন ফুয়াদ চৌধুরী। এ ছাড়া আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে যৌথ প্রযোজনার দুটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ববি। দুটিতেই তাঁর বিপরীতে দেখা যাবে টালিউডের অঙ্কুশকে।

আইটেম গানে আগেও পারফর্ম করেছি। তবে এবার বিষয়টা ভিন্ন। এবারই প্রথম অন্যের অভিনীত সিনেমার গানে পারফর্ম করব।

গত মাসে আরটিভি প্লাসে মুক্তি পেয়েছে ববি অভিনীত ওয়েব ফিল্ম ‘আলপিন’। সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্ম—দুই মাধ্যমে কাজ করার মধ্যে কোনো পার্থক্য আছে কি না জানতে চাইলে ববি বলেন, ‘সময়ের সঙ্গে অনেক বিষয় কিংবা মাধ্যমের পরিবর্তন হবে, এটাই নিয়ম।পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই বড় বিষয়। বড় পর্দা কিংবা ওটিটি—এসব নিয়ে চিন্তা করি না। ভালোভাবে অভিনয় করাটাই বেশি গুরুত্ব দিই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত