শামসুর রাহমান
ছেলেবেলায় কবি শামসুর রাহমান পড়াশোনা করেছেন ঢাকার পোগজ স্কুলে। এই স্কুলে কত নামীদামি মানুষের পদচ্ছাপ পড়েছিল, সেটা জেনে তিনি খুব পুলকিত হয়েছিলেন।
মনীষীদের মধ্যে মাইকেল মধুসূদন দত্তকে ১৮৭৩ সালে এই স্কুলে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। এখানেই মাইকেল তাঁর ঢাকাবিষয়ক সনেটটি আবৃত্তি করেছিলেন, যার প্রথম চার পঙ্ক্তি ছিল, ‘নাহি পাই নাম তব বেদে কি পুরাণে/ কিন্তু বঙ্গ অলংকার তুমি যে তা জানি/ পূর্ববঙ্গে। শোভো তুমি এ সুন্দর স্থানে/ফুলবৃন্তে ফুল যথা রাজাসনে রানী।’
এই স্কুলে এসে ১৯০১ সালে প্রায় তিন হাজার শ্রোতার সামনে ধর্ম সম্পর্কে দুই ঘণ্টা বক্তৃতা করেছিলেন স্বামী বিবেকানন্দ।
শামসুর রাহমান তখন পর্যন্ত বাংলা সাহিত্যের সঙ্গে সেভাবে আলাপ-সালাপ শুরু করেননি। তবে বিষাদসিন্ধু পড়েছিলেন। স্কুলে যাওয়ার পথে বাবুবাজারে কয়েকটি ছবির দোকান ছিল। সেখানে একটি ছবি ঝুলত। দুলদুলের ছবি। হজরত ইমাম হোসাইনের ঘোড়া দুলদুল। ছবিটি কেনার খুব ইচ্ছে হয়েছিল শামসুর রাহমানের। মায়ের কাছে কথাটা জানালেই মা হয়তোবা পয়সাটা দিয়ে দিতেন। কিন্তু কবি চাইলেন নিজের পয়সা বাঁচিয়ে কিনবেন এই দুলদুল। আহা! কী অসাধারণ সে ছবি। কাচের আড়ালে তিরবিদ্ধ রঙিন দুলদুল। বড় হয়ে তিনি বুঝেছিলেন, ছবিটি ছিল নিতান্তই সহজ-সরল, তাতে শিল্পের ‘শ’টুকুও ছিল না। কিন্তু সে সময় এ ছবি মনকে রঙিন করে দিয়েছিল।
টিফিনের পয়সা বাঁচিয়ে কিনবেন দুলদুল। কিন্তু পয়সা তো বাঁচে না। রোজ এক পয়সা পেতেন টিফিনের জন্য। কিছু পয়সা জমলেই হঠাৎ করে পেয়ারা কিংবা বরই খাওয়ার লোভ জেগে উঠত, তাই দুলদুল কেনার জন্য চার আনা পয়সা জমাতেই পারছিলেন না। কখনো ঘণ্টার পর ঘণ্টা সেই ছবির দিকে তাকিয়ে থাকতেন। তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ। চার আনা পয়সা জমিয়ে ফেললেন তিনি এবং কিনে ফেললেন রক্তাক্ত দুলদুল। শামসুর রাহমানের ছেলেবেলার প্রথম সম্পত্তি এটি। ঝুলিয়ে রেখেছিলেন ঘরের দেয়ালে।
সূত্র: শামসুর রাহমান গদ্য সংগ্রহ, পৃষ্ঠা ৩০-৩১
ছেলেবেলায় কবি শামসুর রাহমান পড়াশোনা করেছেন ঢাকার পোগজ স্কুলে। এই স্কুলে কত নামীদামি মানুষের পদচ্ছাপ পড়েছিল, সেটা জেনে তিনি খুব পুলকিত হয়েছিলেন।
মনীষীদের মধ্যে মাইকেল মধুসূদন দত্তকে ১৮৭৩ সালে এই স্কুলে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। এখানেই মাইকেল তাঁর ঢাকাবিষয়ক সনেটটি আবৃত্তি করেছিলেন, যার প্রথম চার পঙ্ক্তি ছিল, ‘নাহি পাই নাম তব বেদে কি পুরাণে/ কিন্তু বঙ্গ অলংকার তুমি যে তা জানি/ পূর্ববঙ্গে। শোভো তুমি এ সুন্দর স্থানে/ফুলবৃন্তে ফুল যথা রাজাসনে রানী।’
এই স্কুলে এসে ১৯০১ সালে প্রায় তিন হাজার শ্রোতার সামনে ধর্ম সম্পর্কে দুই ঘণ্টা বক্তৃতা করেছিলেন স্বামী বিবেকানন্দ।
শামসুর রাহমান তখন পর্যন্ত বাংলা সাহিত্যের সঙ্গে সেভাবে আলাপ-সালাপ শুরু করেননি। তবে বিষাদসিন্ধু পড়েছিলেন। স্কুলে যাওয়ার পথে বাবুবাজারে কয়েকটি ছবির দোকান ছিল। সেখানে একটি ছবি ঝুলত। দুলদুলের ছবি। হজরত ইমাম হোসাইনের ঘোড়া দুলদুল। ছবিটি কেনার খুব ইচ্ছে হয়েছিল শামসুর রাহমানের। মায়ের কাছে কথাটা জানালেই মা হয়তোবা পয়সাটা দিয়ে দিতেন। কিন্তু কবি চাইলেন নিজের পয়সা বাঁচিয়ে কিনবেন এই দুলদুল। আহা! কী অসাধারণ সে ছবি। কাচের আড়ালে তিরবিদ্ধ রঙিন দুলদুল। বড় হয়ে তিনি বুঝেছিলেন, ছবিটি ছিল নিতান্তই সহজ-সরল, তাতে শিল্পের ‘শ’টুকুও ছিল না। কিন্তু সে সময় এ ছবি মনকে রঙিন করে দিয়েছিল।
টিফিনের পয়সা বাঁচিয়ে কিনবেন দুলদুল। কিন্তু পয়সা তো বাঁচে না। রোজ এক পয়সা পেতেন টিফিনের জন্য। কিছু পয়সা জমলেই হঠাৎ করে পেয়ারা কিংবা বরই খাওয়ার লোভ জেগে উঠত, তাই দুলদুল কেনার জন্য চার আনা পয়সা জমাতেই পারছিলেন না। কখনো ঘণ্টার পর ঘণ্টা সেই ছবির দিকে তাকিয়ে থাকতেন। তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ। চার আনা পয়সা জমিয়ে ফেললেন তিনি এবং কিনে ফেললেন রক্তাক্ত দুলদুল। শামসুর রাহমানের ছেলেবেলার প্রথম সম্পত্তি এটি। ঝুলিয়ে রেখেছিলেন ঘরের দেয়ালে।
সূত্র: শামসুর রাহমান গদ্য সংগ্রহ, পৃষ্ঠা ৩০-৩১
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫