Ajker Patrika

পরিবহন ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা

বাগেরহাট, মোংলা ও ফকিরহাট প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬: ১৬
পরিবহন ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা

পরিবহন ধর্মঘটে সারা দেশের মতো বাগেরহাটেও চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জরুরি কাজে বাধ্য হয়ে হেঁটে অথবা ভ্যান, রিকশা, অটো ও মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন কেউ কেউ। তবে এর জন্য দুই থেকে তিন গুন বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এরপরেও যানবাহন জুটছে না সবার কপালে। গতকাল শনিবার বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যাত্রীদের পায়ে হেঁটেও গন্তব্যে যেতে দেখা গেছে।

শরণখোলা উপজেলার রায়েন্দা থেকে খুলনার উদ্দেশে আসা আব্দুস ছত্তার ব্যাপারী বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বোনকে দেখতে সকালে ৫০০ টাকা নিয়ে বের হয়েছেন। বাগেরহাট পৌঁছাতে ২২০ টাকা শেষ। এখান থেকে খুলনার ভাড়া চায় ২০০ টাকা। ২০০ টাকায় খুলনা গেলে ফিরে আসার জন্য আর টাকা থাকবে না। তাই হেঁটে রওনা দিয়েছেন, সামনে থেকে যদি একটু কমে অটোতে উঠতে পারেন।

এদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি থেকে যেমন কোনো পণ্য বের হচ্ছে না, তেমনি ঢুকছেও না। তবে জেটির অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, এমনিতেই শুক্র ও শনিবার জেটি থেকে পণ্য পরিবহন বন্ধ থাকে। আর পরিবহন চলাচল বন্ধ থাকায় জেটি থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। মোংলা বন্দরের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) মো. সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

শিল্প এলাকার কারখানায়ও উৎপাদন স্বাভাবিক থাকলেও মূলত পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্য হিসেবে দু-একটি ভোজ্যতেল ও গ্যাসবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। বাকি কারখানাগুলোর সামনে ট্রাক রেখে বেকার সময় পার করছেন চালক-হেলপাররা।

নির্মাণশ্রমিক শুভ মণ্ডল বলেন, বাস না চলায় মোংলার দিগরাজ থেকে দ্বিগুণ টাকা দিয়ে ভ্যানে করে কাটাখালী পর্যন্ত এসেছেন। খুলনার জিরো পয়েন্ট যেতে হবে কাজের জন্য। এখান থেকে জিরো পয়েন্ট বাসের ভাড়া ৩০ টাকা হলেও ভ্যানচালকেরা ১৮০ টাকা দাবি করছেন।

উপজেলার বেতাগা ইউনিয়নের বাসিন্দা কল্লোল দাস মেরিন ডিপ্লোমার ছাত্র। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য খুলনার খালিশপুর যেতে হবে। কিন্তু গণপরিবহন না চলায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, যে টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছেন তার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া চাইছে ভ্যান আর ইজিবাইকচালকেরা। কীভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন।

ফকিরহাটের টাউন নওয়াপাড়া মোড়ে ব্যাটারিচালিত অটো ভ্যানচালক রুবেল শেখ বলেন, সারা বছর বাস চালকদের জন্য রাস্তায় ভ্যান চালাতে অসুবিধা হয়। এখন যাত্রী বেশি থাকায় ভাড়া কিছুটা বেশি নিচ্ছেন। তাঁরা কাউকে জোর করছেন না। যার ইচ্ছা সে যাবে।

যাত্রী দুর্ভোগের পাশাপাশি হঠাৎ ধর্মঘটের প্রভাবে বাগেরহাটের স্থানীয় বাজারগুলোতে দ্রব্যমূল্যের ওপরও প্রভাব পড়েছে। পরিবহন ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্য সরবরাহও ব্যাহত হচ্ছে। ফলে সবজি, মাছ, ডিম, মাংস ও মুদি পণ্যদের দাম বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত