Ajker Patrika

প্রকল্প বৈধতা পেতে তড়িঘড়ি করে হচ্ছে নির্মাণকাজ

প্রকল্প বৈধতা পেতে তড়িঘড়ি করে হচ্ছে নির্মাণকাজ

গাজীপুরের শ্রীপুরে নামমাত্র প্রকল্প দেখিয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদমাধ্যমে এ বিষয় প্রতিবেদন প্রকাশ হলে গতকাল উপজেলা প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে। তিন সদস্যের কমিটির সদস্যরা হলেন, শ্রীপুর উপজেলার প্রকৌশল রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ এস এম মোহিতুল ইসলাম ও একজন উপজেলা সহকারী প্রকৌশলী। তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এদিকে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই ইউপি চেয়ারম্যান অতিরিক্ত শ্রমিক লাগিয়ে সড়কের নির্মাণকাজ করছেন। শ্রমিকেরা জানিয়েছেন অতিরিক্ত মজুরি পাওয়াতে ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করছেন।

গতকাল বুধবার দেখা যায়, পোষাইত-সানঘাটা রাস্তার মাটি কাটার কাজ পুরোদমে চলছে। রয়েছে বেশ কয়েকজন শ্রমিক। কোদাল আর টুকরি দিয়ে বিরতিহীনভাবে চলছে মাটি কাটার কাজ। 

রাস্তায় নির্মাণের সঙ্গে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘আজ (বুধবার) ভোররাত থেকে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। আমাদের মজুরি একটু বেশি দিচ্ছে, তাই একটু কাজও বেশি করছি।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত