Ajker Patrika

নৌকা পেতে সালামির অভিযোগ

যশোর প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬: ০৭
নৌকা পেতে সালামির অভিযোগ

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নৌকা পেতে প্রত্যয়ন দেওয়ার নামে সালামি চাওয়ার অভিযোগ উঠেছে।

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামাদ মণ্ডল এ অভিযোগ করেছেন। যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে অভিযোগ আকারে পাঠানো হয়েছে। সামাদ মণ্ডল আসন্ন ইউপি নির্বাচনে বন্দবিলার চেয়ারম্যান পদপ্রার্থী।

বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামাদ মণ্ডল বলেন, ‘২০০৪ সাল থেকে আমি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এবারের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য উপজেলা নেতৃবৃন্দের প্রত্যয়নের প্রয়োজন ছিল। যা নেওয়ার জন্য ১৬ অক্টোবর বিকেলে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর কাছে যাই। এ সময় তিনি প্রত্যয়ন বাবদ আমার কাছে সালামি দাবি করেন। কিন্তু তখন আমার কাছে মাত্র ১৫০০ টাকা ছিল।’

সামাদ মণ্ডল আরও বলেন, ‘আমার কাছে ঢাকায় যাওয়ার টাকা আছে শুনে তিনি প্রত্যয়ন না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান। পর দিন ঢাকায় গেলে দায়িত্বরতরা আমার কাছে প্রত্যয়নের কপি চান। তখন আমি তাঁদের ঘটনাটি খুলে বলি। পরে তাঁদের পরামর্শেই আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত