Ajker Patrika

১৬ ঘণ্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৫১
১৬ ঘণ্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনা খালের পানিতে পড়ে ডুবে যাওয়া শিশুর মৃতদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে ওই খালের যাদুরাণী বড় সেতুর কাছ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা।

জানা গেছে, শনিবার বিকেলে যাদুরাণী বড় সেতু সংলগ্ন পশ্চিম পাড়ে খেলার সময় পানিতে পড়ে সাব্বির হোসেন (৭) ও মোস্তাফিজুর রহমান (৪) নামের দুই শিশু। মোস্তাফিজুরকে জীবিত উদ্ধার করা হয়। পরে গতকাল রোববার সকাল ৯টার সময় ডুবুরির দল সেতু সংলগ্ন খাল থেকে সাব্বিরের মৃতদেহ উদ্ধার করে।

মৃত সাব্বির নন্দগাঁও গ্রামের আনোয়ারের ছেলে। জীবিত মোস্তাফিজুর নন্দগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে।

এ ব্যাপারে হরিপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘গত শনিবার বিকেলে ব্যর্থ হলে আমরা রংপুর নিয়ন্ত্রণ অফিসে ডুবুরি টিম চাইলে আজ সকালে সেই টিম গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত