Ajker Patrika

নবীগঞ্জে তিনটি পূজার ঘরে চুরি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
নবীগঞ্জে তিনটি পূজার ঘরে চুরি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একরাতে পারিবারিক তিনটি পূজার ঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি পিতলের মূর্তিসহ পূজা অর্চনার আসবাবপত্র চুরি হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জৈন্তরী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জৈন্তরী গ্রামের নিহারেন্দু ঘোস্বামী নেপুর, ইন্দু ভূষণ নান্টু ও মাখন লালের বাড়ির পারিবারিক পূজা অর্চনার মন্দিরে তালা ভেঙে পিতলের ৩টি মূর্তিসহ পূজা অর্চনার আসবাবপত্র চুরি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহারেন্দু ঘোস্বামী নেপুর বলেন, ‘ভোররাতে আমার ব্যক্তিগত পূজা মন্দিরের তালা ভেঙে ৩টি পিতলের মূর্তিসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করা হয়।’

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ‘২টি বাড়ির ব্যক্তিগত মন্দির থেকে পূজা অর্চনার আসবাবপত্র ও অপর আরেকটি বাড়ির মন্দির থেকে ৩টি পিতলের মূর্তি চুরি হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত