নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঢাকায় ঈদের ট্রেনের অগ্রিম টিকিটকে সোনার হরিণের সঙ্গে তুলনা করলেও চট্টগ্রামে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদযাত্রার টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও চট্টগ্রামে সবকটি ট্রেনের টিকিট অবিক্রীত ছিল। প্রতিদিনের মতো গতকাল রোববার সকাল ৮টা থেকে অনলাইন ও কাউন্টারে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। তবে আগের দিনের তুলনায় ভিড় একটু বেশি ছিল।
চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে জানান, দুপুর ১২টা পর্যন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৬৫ শতাংশ, পাহাড়িকার ৫০, চট্টলা এক্সপ্রেসের ৪০, বিজয় এক্সপ্রেসের ৭৭, মহানগর এক্সপ্রেসের ৬৫, মহানগর গোধূলির ৭৫, সোনার বাংলার ৯০, মেঘনা এক্সপ্রেসের ৯০, উদয়ন এক্সপ্রেসের ৭৪ ও তূর্ণা নিশিথার ৮১ শতাংশ টিকিট বিক্রি হয়েছে; যা গড়ে ৭০ শতাংশের মতো। আরও ৩০ শতাংশ টিকিট অবিক্রীত থেকে গেছে।
স্টেশন ঘুরে দেখা গেছে, কাউন্টারে বেশির ভাগ যাত্রী এসেছেন, যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারেননি। টিকিটের জন্য আসা শওকত হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টায় সার্ভারে ঢোকার পরও টিকিট কাটতে পারিনি। তাই স্টেশনে এসেছি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের দুটি টিকিট নেওয়ার জন্য।
চট্টগ্রাম স্টেশনে কাউন্টার ও অনলাইন মিলিয়ে সাত হাজার টিকিট রয়েছে। এগুলোর মধ্যে অর্ধেক কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে। আগামীকাল সোমবার দেওয়া হবে ২৯ তারিখের, মঙ্গলবার দেওয়া হবে ৩০ তারিখের এবং বুধবার দেওয়া হবে ১ মের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে দেওয়া হবে ৫০ শতাংশ, বাকিগুলো অনলাইনে পাওয়া যাবে।
একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ জমা দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে। এদিকে ১ নম্বর থেকে ৮ নম্বর কাউন্টারে পৃথক ট্রেনের টিকিট দেওয়া হবে। ১ নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকায় ঈদের ট্রেনের অগ্রিম টিকিটকে সোনার হরিণের সঙ্গে তুলনা করলেও চট্টগ্রামে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদযাত্রার টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও চট্টগ্রামে সবকটি ট্রেনের টিকিট অবিক্রীত ছিল। প্রতিদিনের মতো গতকাল রোববার সকাল ৮টা থেকে অনলাইন ও কাউন্টারে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। তবে আগের দিনের তুলনায় ভিড় একটু বেশি ছিল।
চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে জানান, দুপুর ১২টা পর্যন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৬৫ শতাংশ, পাহাড়িকার ৫০, চট্টলা এক্সপ্রেসের ৪০, বিজয় এক্সপ্রেসের ৭৭, মহানগর এক্সপ্রেসের ৬৫, মহানগর গোধূলির ৭৫, সোনার বাংলার ৯০, মেঘনা এক্সপ্রেসের ৯০, উদয়ন এক্সপ্রেসের ৭৪ ও তূর্ণা নিশিথার ৮১ শতাংশ টিকিট বিক্রি হয়েছে; যা গড়ে ৭০ শতাংশের মতো। আরও ৩০ শতাংশ টিকিট অবিক্রীত থেকে গেছে।
স্টেশন ঘুরে দেখা গেছে, কাউন্টারে বেশির ভাগ যাত্রী এসেছেন, যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারেননি। টিকিটের জন্য আসা শওকত হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টায় সার্ভারে ঢোকার পরও টিকিট কাটতে পারিনি। তাই স্টেশনে এসেছি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের দুটি টিকিট নেওয়ার জন্য।
চট্টগ্রাম স্টেশনে কাউন্টার ও অনলাইন মিলিয়ে সাত হাজার টিকিট রয়েছে। এগুলোর মধ্যে অর্ধেক কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে। আগামীকাল সোমবার দেওয়া হবে ২৯ তারিখের, মঙ্গলবার দেওয়া হবে ৩০ তারিখের এবং বুধবার দেওয়া হবে ১ মের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে দেওয়া হবে ৫০ শতাংশ, বাকিগুলো অনলাইনে পাওয়া যাবে।
একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ জমা দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে। এদিকে ১ নম্বর থেকে ৮ নম্বর কাউন্টারে পৃথক ট্রেনের টিকিট দেওয়া হবে। ১ নম্বর কাউন্টারে নারী, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪