Ajker Patrika

ভোলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত আমনের বীজতলা

শিমুল চৌধুরী, ভোলা
ভোলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত আমনের বীজতলা

দেশের বিভিন্ন এলাকায় অনাবৃষ্টিতে আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। কিন্তু ভোলায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। জলাবদ্ধতার কারণে এসব বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ছিপলী গ্রামের কৃষক নাছির (৭৫) জানান, তিনি এক মাস আগে প্রায় ৮ হাজার টাকা খরচ করে ৬৭ শতাংশ জমিতে নিজেই আমনের বীজতলা তৈরি করেন। কিন্তু বৃষ্টি ও মেঘনা-তেঁতুলিয়ার জোয়ারের পানিতে তাঁর বীজতলা তলিয়ে যায়। এতে সব বীজ পচে গেছে। পুরো টাকাটাই জলে ভেসে গেছে। এরপর গত ৪-৫ দিন আগে ওই জমিতে আবার আমনের বীজতলা করেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করেন এ চাষি।

একই গ্রামের আবুল কালাম (৬২) জানান, তিনি প্রায় ১৫ হাজার টাকা ব্যয় করে এক একর জমিতে আমনের বীজতলা করেছেন। তার বীজতলাও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে, ভোলা সদরে দেড় হাজার হেক্টর জমিতে আমনের বীজতলা হলেও তার মধ্যে ১৫০ হেক্টর জমির বীজতলায় জোয়ারের পানির প্রভাব পড়ে। তবে এখনো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি। কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।

গত সোমবার চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বছরগুলোতে আমনের বাম্পার ফলন হওয়ায় এ বছর নতুন উদ্যোগে চাষিরা আমন আবাদে আগ্রহী হয়ে ওঠেন। সেই লক্ষ্যে এ মৌসুমে বীজতলা তৈরি করেন। কিন্তু শুরুতেই জোয়ারের পানি বাধা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু খেত ভাটার পর পানি নেমে গেলেও অনেক খেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বীজতলা পচে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর বলেন, ‘ভোলায় জোয়ারের পানিতে সামান্য বীজতলার ক্ষতি হয়েছিল। এখন আর একে ক্ষতি বলা যাবে না। আমাদের আমন এখন স্বাভাবিক আছে।’ ভোলা জেলায় আমনের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলেও আশা করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত